Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

নিজেই তৈরি করুন মেকাপ সেটিং স্প্রে

$
0
0

মেকাপের জগতে মেকাপ সেটিং স্প্রে একটি পরিচিত নাম। অনেকেরই অভিযোগ থাকে- মেকাপ সারাদিন লাস্টিং করে না, মেকাপ দেখতে পাউডারী লাগে ইত্যাদি ইত্যাদি।  এইসব সমস্যা সমাধান করতেই বেশি কিছু লাগবে না হাতের কাছে একটি মেকাপ সেটিং স্প্রে থাকলেই যথেষ্ট। বাজারে অনেক ধরনের মেকাপ সেটিং স্প্রে পাওয়া যায়। কিন্তু কেউ যদি বাজারের মেকাপ সেটিং স্প্রে না কিনে ঘরে বসে নিজেই তৈরি করতে চান, তাদের জন্য হাতের কাছে থাকা উপাদানগুলো দিয়ে  মেকাপ সেটিং স্প্রে তৈরির উপায় বলব আজ।

তবে ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে ৩ রকম মেকাপ সেটিং স্প্রের রেসিপিতে যাওয়ার আগে মেকাপকে লং লাস্টিং করা ছাড়াও  মেকাপ সেটিং স্প্রের ভিন্ন কিছু ব্যবহার সম্পর্কে জেনে নিই -

  •  মেকাপ শেষ করার পর মেকাপ সেটিং স্প্রেটি পুরো মুখে স্প্রে করে নিন। এতে মেকাপ লং লাস্টিং হবে এবং সারাদিন মেকাপ ঠিক থাকবে।
  •  মেকাপ করার পর মুখ অতিরিক্ত পাউডারি মনে হলে সেটিং স্প্রেটি মুখে স্প্রে করে নিন। এতে নিমিষেই মেকাপের পাউডারি ভাব দূর হয়ে যাবে। মেকাপ গ্লোয়ি এবং ন্যাচারাল দেখতে লাগবে।
  • অনেক সময় শিমারি আইশ্যাডো পিগমেন্টেড হয় না। তখন আইশ্যাডো ব্রাশটিতে মেকাপ সেটিং স্প্রে করে নিয়ে আইশ্যাডো লাগালে দেখতে অনেক বেশি পিগমেন্টেড মনে হবে।
  • যাদের ড্রাই স্কিন, তারা মেকাপ শুরু করার আগে মুখে সেটিং স্প্রে কয়েকবার স্প্রে করে নিলে স্কিন হাইড্রেটেড হবে এবং মেকাপ সুন্দর বসবে।
  • ফেসে হাইলাইটার খুব বেশী চকচকে করে তুলতে চাইলে, প্রথমে হাইলাইটার লাগিয়ে নিন। এর উপরে মেকাপ সেটিং স্প্রেটি স্প্রে করে নিন। এরপর ফেস ভেজা থাকতেই আবার হাইলাইটার লাগিয়ে নিন। দেখবেন হাইলাইটার কতোটা বেশী গ্লোয়ি লাগছে।

(১) গ্লিসারিন মেকাপ সেটিং স্প্রে 

যা যা লাগবে -

  •  ফুটানো পানি
  •  গ্লিসারিন ২ টেবিল চামচ
  •  আর্গান অয়েল ৩-৪ ফোটা
  •  স্প্রে বোতল

যেভাবে তৈরি করবেন -

- প্রথমে হাফ কাপ পানি একটি পাত্রে নিয়ে ফুটিয়ে নিন। পানিটুকু রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিন।

- একটি বাটিতে ২ টেবিল চামচ গ্লিসারিন,ফোটানো পানি, ৩-৪ ফোটা আর্গান অয়েল নিয়ে একসাথে মিশিয়ে নিন।

- ভালোভাবে মিশানো হয়ে গেলে স্প্রে বোতলে মিশ্রনটি ভরে নিন।

(২) অ্যালোভেরা মেকাপ সেটিং স্প্রে

যা যা লাগবে -

  • অ্যালোভেরা জেল
  • ফোটানো পানি
  • ল্যাভেন্ডার অয়েল (অপশনাল)

যেভাবে তৈরি করবেন - 

- ১ ভাগ অ্যালোভেরা জেল নিয়ে স্প্রে বোতলে ভরে নিন।

- এর মধ্যে ৩ ভাগ ফোটানো পানি ঢালুন।

- একটু সুগন্ধি চাইলে এর মধ্যে ২-৩ ফোটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিতে পারেন। কিন্তু এই পার্টটি অপশনাল।  না দিতে চাইলে কোনো সমস্যা নেই।

- কিছুক্ষণ পর ঝাকিয়ে নিন।

- ব্যস মেকাপ সেটিং স্প্রে তৈরি।

(৩) রোজ ওয়াটার মেকাপ সেটিং স্প্রে 

যা যা লাগবে -

  • গোলাপ জল
  • গ্লিসারিন

যেভাবে তৈরি করবেন-

- স্প্রে বোতলে গোলাপ জল ঢেলে নিন।

- এর মধ্যে কিছুটা গ্লিসারিন মিশিয়ে ঝাকিয়ে নিলেই রোজ ওয়াটার মেকাপ সেটিং স্প্রে তৈরি।

- মেকাপ সেটিং স্প্রে তৈরি করার পরে সেটা ফ্রিজে সংরক্ষণ করবেন।

জেনে নিলেন, কীভাবে ঘরেই মেকাপ সেটিং স্প্রে তৈরি করবেন এবং ব্যবহার করুন। আশা করছি, আপনাদের হেল্প হবে। ভালো থাকুন।

ছবি – প্রোজেক্টভ্যানিটি ডট কম

লিখেছেন – জান্নাতুল মৌ


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles