Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

মিডল ইস্টার্ন ডেলিকেসি “ফালাফাল” 

$
0
0

পিটা ব্রেডে  সালাদ এর সাথে পুরে কিংবা বিকেলে চা এর সাথে নাস্তায়! বানাতে সহজ খেতেও মজা ! কীভাবে বানাবেন এই ফালাফাল? 

উপকরণ 

  • সিদ্ধ কাবুলি ছোলা ১ কাপ
  • পেয়াজ মিহি কুচি হাফ ১/৩ কাপ
  • রসুন কুচি ২ টেবল চামচ
  • ধনিয়া গুঁড়া / ধনিয়া তেলে গুঁড়া করা ২ টেবল চামচ
  • জিরা গুঁড়া ২ টেবল চামচ
  • গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ
  • লবন স্বাদমত
  • ফ্রেশ পার্সলে পাতা অথবা ধনিয়া পাতা ১ মুঠ কুচি করা
  • লেবুর রস ৩ টেবল চামচ
  • ময়দা ২ টেবল চামচ
  • তেল ভাজার জন্য

প্রণালী 

- তেল ছাড়া উপরের সব উপকরণ ব্লেন্ডারে মিহি করে পিষে নিন।

- এবার এই পিষে নেয়া মিশ্রণটি আপনার পছন্দ মত বল শেপ কিংবা কাবাব আকারে বানিয়ে ডুব তেলে মিডিয়াম আঁচে বাদামি করে ভেজে নিন ।

- ফ্রেশ টমেটো চাটনি, সালাদ, পিটা ব্রেড কিংবা যেকোনো সস এর সাথে পরিবেশন করুন গরম গরম !

ছবি ও  রেসিপি - রোমান্টিক কিচেন স্টোরিজ 

 


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles