Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

স্বাস্থ্যোজ্জ্বল চুলের যত্নে ৫টি জাদুকরি তেল

$
0
0

ঘন কালো চুলের কদর আলাদাই। বাহ্যিক সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুলের উপর। এক গোছা ঝলমলে চুলের যত্নে তেলের বিকল্প নেই। কিন্তু আজকাল দূষণ আর ভেজালের কারণে চুলের যত্নে কার্যকরী তেল খুঁজে পাওয়াটা বেশ মুশকিল হলেও  অসম্ভব নয়। আজ এমনি কিছু তেল সম্পর্কে জানাব ঘন, কালো চুলের যত্নে ৫টি জাদুকরি তেল  সম্পর্কে। যা  ভেতর থেকে চুলকে পুষ্টি যোগাবে। এই তেলগুলো কেবল যে চুলের যত্নেই ব্যবহার করতে পারবেন তা নয় চাইলে ত্বকের যত্নেও চাইলে ব্যবহার করতে পারবেন।

(১)  এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল

চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। তবে চুলের যত্নে রিফাইন্ড নারকেল তেলের থেকে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বেশি উপকারি। নতুন চুল গজাতে এই তেলের সাথে ক্যাস্টর অয়েল মিক্স করে স্কাল্পে লাগান কমপক্ষে ২ থেকে ৩ ঘণ্টা রাখুন এরপর ধুয়ে ফেলুন। কন্টিনিউয়াজলি ২ থেকে তিন মাস ব্যবহারে ফল পেতে শুরু করবেন।

Capture

স্কিন ক্যাফে অরগানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল  ২৫০ মি. লি. মূল্য – ৬০০ টাকা ।

(২)  ট্রপিক্যাল আইল লিভিং জ্যামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল

হালকা খয়েরি রঙা আর ঘন টেক্সচারের এই তেলের নিয়মিত ব্যবহার চুলের ওপর একটি প্রটেক্টিভ লেয়ার তৈরি করে, যাতে করে বাইরের ধুলাবালি আর দূষণে সৃষ্ট ক্ষতি থেকে চুল রক্ষা পায়। আমার চুল পড়া কমিয়ে চুলের স্বাস্থ্য ফিরিয়ে দিতে একদম ম্যাজিকের মত কাজ করে। শুষ্ক চুলের ডিপ কণ্ডিশনিং এর জন্য ৩-৪ চামচ তেল স্কাল্প আর পুরো চুলে দিয়ে নিন, ২ ঘণ্টা রেখে কোন মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

jamaican-black-castor-oil

ট্রপিক্যাল আইল লিভিং জ্যামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল  ১১৮ মি. লি. এর দাম পড়বে ১৩৫০ টাকা ।

(৩)  আরগান অয়েল

ডেমেজড এবং ডাই করা চুলে প্রাণ ফিরিয়ে আনতে এই তেলটির জুড়ি নেই। যাদের চুলে একটু এক্সট্রা কেয়ারের প্রয়োজন তারা এই তেলটি নিয়মিত ব্যবহারে চুলের হারিয়ে যাওয়া সাইন ফিরে আসবে। সপ্তাহে ১ দিন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে কয়েক ফোটা আরগান অয়েল মিক্স করে স্ক্যাল্পে এবং চুলে লাগান। সারা রাত রাখতে পারেন অথবা ২ ঘণ্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন।

argan-oil

স্কিন ক্যাফে আরগান অয়েলের দাম পড়বে ১৫৫০ টাকা।

(৪)  ডু গ্রো হেয়ার গ্রোথ স্টিমিউলেটিং ওয়েল

তেলটি সম্পূর্ণ আয়ুর্বেদিক উপাদানে তৈরি করা হয়েছে। এতে কোন রকম কেমিক্যাল বা ক্ষতিকারক উপাদান নেই। চুল ও মাথার ত্বকের জন্য উপকারী ও কার্যকরী উপাদান সমূগের সাথে যুক্ত হয়েছে দূর্লভ কিছু হার্ভ। এদের সঠিক মাত্রার ব্যবহারে চুল পড়া কমে ও নতুন চুল গজাতে সাহায্য করে। তেলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা নিস্তেজ চুলকে প্রাণবন্ত করে তোলে। তেলটি সামান্য গরম করে পুরো মাথায় লাগিয়ে ওয়ার্ম টাওয়েলে বা শাওয়ার ক্যাপে মুড়ে রাখতে হবে এবং ১৫-৩০ মিনিট পর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে।চুলের আগা ফাটা রোধ করতে প্রতি রাতে চুলের ডগায় ব্যবহার করুন।

doo-gro®-stimulating-growth-oil

১৩৫ মি. লি. ডু গ্রো হেয়ার গ্রোথ স্টিমিউলেটিং অয়েলের   মূল্য – ১৪০০ টাকা।

(৫)  জোজবা তেল

অতিরিক্ত ড্রাইনেস থেকে জন্ম নেয়া খুশকি চুলের গোরা নরম করে এবং যার ফলে চুল পড়তে শুরু করে। জোজবা অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে। এটি  স্কাল্পের ড্রাইনেস কমানোর সাথেসাথে চুলকে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে তুলে। জোজবা তেল সপ্তাহে ২-৩ বার চুল ও স্ক্যাল্পে তেল ম্যাসাজ করে সারা রাত রাখুন, চুলের ধরণ তৈলাক্ত হলে শ্যাম্পু করার ঘণ্টা খানেক আগে লাগালেই।

jojoba-oil

ম্যাপল হলিস্টিক্স জোজবা অয়েলের মূল্য – ১৯৫০ টাকা

কোথায় পাবেন? দেশে যমুনা ফিউচার পার্কের Sapphire এ আসলেই পেয়ে যাবেন। তাছাড়া  অনলাইন অর্ডার করে দেশের যেকোনো প্রান্তে ৪৮ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি  পারেন। অনলাইনে অর্ডার করতে ।


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles