দারুণ সুন্দর এই সেলাইটিকে ইংরেজিতে বলা হয় মেইডেন হেয়ার স্টিচ। এই স্টিচটি সাধারণত বর্ডার সেলাইয়ের কাজে ব্যবহার করা হয়। এই মেইডেন হেয়ার স্টিচটি অনেকটা ফেদার স্টিচের মতো। বাচ্চার ড্রেসে, চাদরে, যেকোনো কাভারে বা টেবিল ম্যাটে নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন একে করে নিতে পারেন এই সেলাইটি।
ছবি – ব্লগ.পোল্কাঅ্যান্ডব্লুম.কম, প্যারেন্টসফোরাম.কম