Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

উজ্জ্বল দাগহীন ত্বকের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স!

$
0
0

একটি উজ্জ্বল সুন্দর মুখ মণ্ডল আমাদের সবার কাঙ্ক্ষিত। ত্বকে কালো দাগ আমাদের কারোই কাম্য নয়। বিশেষত আমাদের মুখের ত্বকে। কম বা বেশী যেকোন বয়সের রমণীই চান দাগহীন নিখুঁত ত্বক যা হবে মসৃণ, কোমল আর উজ্জ্বল। এখনকার আধুনিক মেয়েরা আর ফর্সা ত্বকের জন্য মরিয়া নয় । তারা সবাই চায় নরম কোমল পেলব ত্বক যা হবে ফ্রেশ আর উজ্জ্বল ঝলমলে। ত্বকের কালো দাগ আপনার অতি সুন্দর চেহারায় মলিনতা এনে দেবে একই সঙ্গে আপনার চেহারার সুন্দর অংশটুকুও ঢেকে ফেলবে। তাই আসুন মুখের ত্বকের কালো দাগ কিভাবে সহজে দূর করা যায় তা জেনে নিই।

 

  •       আপনার মুখে যদি ব্রন থাকে তবে ব্রণের চারপাশে কাঁচা রসুনের রস লাগান। ব্রণ শুকিয়ে যাওয়ার সাথে সাথে ব্রণের দাগও দূর হবে।
  •       কমলার খোসা বেটে মুখে লাগালে আপনার ব্রণের আরাম হবে আবার ত্বকও ফ্রেস এবং উজ্জ্বল হবে।
  •       ঘুমাতে যাওয়ার আগে লেবুর রস লাগিয়ে ঘুমান। দেখবেন ত্বক ব্রণ মুক্ত থাকবে।
  •       দিনে কমপক্ষে দু’বার ভাল ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। তবে মুখে সাবান ব্যবহার না করলেই ভাল।
  •       ব্রণ ও ব্রণের দাগ কমাতে পানি ও ভিনেগারের মিশ্রণ গরম করে আবার ডাণ্ডা করুন আর এই মিশ্রণ দিয়ে মুখে ৫ মিনিট রাখবেন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  •       আপনার ত্বক যদি হয় শুষ্ক তবে রাতে মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজারহিসেবে ২-৩ফোঁটাযেকোনোবেবিঅয়েল লাগান তবে  তৈলাক্তত্বকে এটি ব্যবহার করবেন না।
  •       যাদের চোখের চারপাশে ডার্কসার্কেল আছে তার ঘুমানোরআগেশসাবাআলু কুড়িয়ে চোখের চারপাশে কিছুক্ষন রাখুন। বা আপনি ঠাণ্ডা  টি-ব্যাগ  ১০-১৫মিনিট চোখের পাতার উপরদিয়ে রাখুন। চোখের চারপাশের কালো দাগ কমে যাবে।
  •       মুখের কালো দাগ, বয়সজনিত ছাপ, বিসন্নতা, এসব দূর করতে চন্দনের প্যাক খুব কার্যকর। চন্দন গুড়ার সাথে হলুদ আর দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান নিয়মিত। ত্বক উজ্জ্বল আর সতেজ করতে এর জুড়ি নেই।
  •       যারা প্রতিদিন বাইরে যান তাদের ত্বকে প্রচুর ধুলা লাগে আর ত্বকের ভাজে ভাজে এসব ধুলা জমে ত্বকের রঙ ও ত্বকের গুণগত মান দুটোই নষ্ট করে। ধুলা আপনার লোমকূপের মাধ্যমে টিস্যুতে জমা হয়ে ত্বকে অক্সিজেন প্রবেশে বাধা দেয়। এই সমস্যা দূর করতে অতি সহজ উপায় হল দুধের মধ্যে এক চিমটি লবন আর লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান আর শুকিয়ে যাবার পর ধুয়ে ফেলুন। দুধ ত্বক উজ্জ্বল আর দাগহীন করতে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে।
  • অতি সাধারণ আর সাশ্রয়ী রূপচর্চার ঘরোয়া উপাদান হল গোলাপ জল। গোলাপের পাপড়ি গোলাপ জলে ভিজিয়ে রেখে মুখ ধোয়ার সময় এই পানি ব্যবহার করুন। সম্ভব হলে দিনে যতবার মুখ পরিষ্কার করবেন ততবার এই পানি ব্যবহার করুন। ত্বক উজ্জ্বল, নরম ও দাগহীন হবে।
  • আপনি যদি পার্লারে ফেয়ারপলিশবাব্লিচ করেন তবে সতর্ক থাকুন যে , ফেয়ারপলিশঅথবাব্লিচকরানোরপরপরই  রোদে যাবেন না। এতে আপনার ত্বক কালচে হয়ে যাবে।
  • সারাদিনের কর্ম ব্যস্ত দিনের শেষে নিজের ত্বকের যত্ন নিতে ভুলবেন না। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করে দরকার হলে ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাবেন। রাতে আপনার ত্বক পরিষ্কার না থাকলে সারারাত জীবাণুরা আপনার ত্বকে ক্ষতি করবে। তাই ত্বক পরিষ্কার রাখাই ত্বককে উজ্জ্বল মনোরম আর দাগহীন রাখার সবচেয়ে ভাল উপায়।

দামী কসমেটিক্স  আপনার ত্বকের জন্য যতটুকু জরুরী তার চেয়ে অনেক বেশী জরুরী আপনার নিজের ত্বকের যত্ন নেয়া -নিয়মিত পরিষ্কার করা আর প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেয়া। সবার জন্য উজ্জ্বল ত্বকের শুভকামনা।

ছবি – ক্যানস্টকফটোডে.কম

লিখেছেন – রোকসানা আকতার


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles