Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ঈদে চাই পারফেক্ট আইব্রো!

$
0
0

ঈদে যত সুন্দর করেই মেকআপ করেন না কেন, আইব্রো যদি হালকা দেখায় তাহলে পুরো সাজটাই যেন অপূর্ণ থেকে যায়। আইব্রোকে ঘন ও ডিফাইন্ড দেখানোর জন্য অনেকে আইব্রো পেনসিল ব্যবহার করে থাকেন আবার কেউ কেউ ক্রীম ওয়াক্স ব্যবহার করেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি আইব্রো কিট নিয়ে কথা বলব যা খুব অল্প সময়ে আপনাদের আইব্রোকে সুন্দর করে সাজিয়ে তুলতে সাহায্য করবে। আর সেটি হল e.l.f eyebrow kit। এই আইব্রো কিটটি চারটি শেডে পাওয়া যায়। অ্যাশ, লাইট, মিডিয়াম ও ডার্ক। আমি মিডিয়াম শেডটা ব্যবহার করি যা মূলত এশিয়ান স্কীন টোনের ক্ষেত্রে বেশি উপযোগী।

 

e.l.f eyebrow kit মূলত ক্রীম ওয়াক্স বেজড।এর সুদৃশ্য কালো রঙের প্লাস্টিক প্যাকেজিং যে কারোরই ভীষণ পছন্দ হবে। খুব সহজেই ব্যাগের অন্যান্য টুকিটাকি জিনিষের সাথে যে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। পরিমাণে অল্প লাগে তাই অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। এতে গাঢ় বাদামী রঙের ওয়াক্স ও হালকা বাদামী রঙের পাউডার রয়েছে। ওয়াক্স এবং পাউডার বেশ পিগমেন্টেড। তাই পরিমাণে খুব কম লাগে এবং চলেও অনেকদিন।

Maniac-Magazine-elf-eyebrows

এছাড়া আইব্রো আঁকার জন্য এতে রয়েছে একটি ছোট ডাবল ব্রাস যার একদিকে আছে ওয়াক্স লাগানোর জন্য অ্যাঙ্গেলড ব্রাস আর আরেক পাশে আছে পাউডার লাগানোর জন্য ব্লেন্ডিং ব্রাস। যে কোন জায়গাতেই যাতে আইব্রো আঁকার কাজটা সেরে ফেলতে পারেন তার জন্য এতে রয়েছে একটি ছোট্ট আয়না। সব মিলিয়ে এটি একটি পরিপূর্ণ আইব্রো কীট। এটির সাহায্যে খুব সহজেই পেতে পারেন নজরকাড়া আইব্রো।

 Studio-Eyebrow-Kit01-500x500

প্রথমে অ্যাঙ্গেলড ব্রাসের সাহায্যে ক্রীম ওয়াক্স নিয়ে আপনার আইব্রো শেইপের লাইন এঁকে নিন। এবার আইব্রোর যেসব জায়গায় ফাঁকা রয়েছে সেসব জায়গা ওয়াক্স দিয়ে ঢেকে ফেলুন। এক্ষেত্রে ওয়াক্স ভালোভাবে ব্লেন্ড করার জন্য একটা স্পুলি ব্রাস ব্যবহার করতে পারেন কিংবা স্পুলি ব্রাস না থাকলে কীটের অ্যাঙ্গেলড ব্রাসটাই ব্যবহার করতে পারেন। ওয়াক্স ভালোভাবে ব্লেন্ড করার পর তা যাতে ভালোভাবে সেট হয়ে যায় এবং দিনভর ভাল থাকে সেজন্য ব্লেন্ডিং ব্রাসের সাহায্যে কীটের পাউডার নিয়ে ওয়াক্সের ওপর ভালোভাবে লাগিয়ে আইব্রো সেট করে নিন।

eyebrows-before-and-after-resized

হয়ে গেল পারফেক্ট আইব্রো আঁকা। আপনি যদি চান আপনার আইব্রো সারাদিন ঠিক এমনি সেট থাকবে তাহলে পাউডার লাগানোর পর ভালো মানের ব্রো মাসকারা লাগিয়ে নিতে পারেন। এটি আপনার আইব্রোকে আরো গ্লোয়িং করে তুলবে। তবে সপ্তাহে একদিন অবশ্যই ব্যবহৃত ব্রাসগুলো পরিষ্কার করে ফেলবেন। নইলে এগুলোতে ব্যাক্টেরিয়ার সৃষ্টি হতে পারে যা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।

e.l.f eyebrow kit খুব সহজেই আপনি পেতে পারেন মাত্র ৫০০ টাকায়। আমি এটি যমুনা ফিউচার পার্কের Sapphire থেকে কিনেছি। তাই যদি আপনি চান যে আপনার আইব্রো দেখাক ঘন এবং ওয়েল ডিফাইন্ড তাহলে আজই আপনার মেকআপ সামগ্রীর লিস্টে এই আইব্রো কীটটি রাখতে ভুল করবেন না।

ছবি – বিউটিকেয়ার.কম

লিখেছেন – মুশরাত জাহান দোলা


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles