ঈদের দিনের জন্য চাই পারফেক্ট মেকাপ লুক? রাতের বেলায় গর্জিয়াস মেকাপ মানিয়ে গেলেও দিনের বেলায় চাই হালকা স্নিগ্ধ মেকাপ। তেমনই একটি মেকাপের ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলেন আমাদের সবার প্রিয় মেকাপ আর্টিস্ট এবং বিউটি ব্লগার তামান্না ইসলাম।
প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
ছবি ও টিউটোরিয়াল - তামান্না ইসলাম