Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভিনেগারের অজানা কার্যকরী ১০ ব্যবহার!

$
0
0

আমাদের রান্নাঘরের অতি প্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে ভিনেগার। রান্না-বান্নার কাজসহ সৌন্দর্য চর্চায়ও ভিনেগার ব্যবহার করা হয়। ভিনেগারের আরও একটি ব্যবহার হচ্ছে ঘর পরিষ্কারের কাজে। অনেক কম সময়ে ভিনেগারের মাধ্যমে সহজেই আপনি আপনার ঘরকে করে তুলতে পারবেন পরিষ্কার ঝকঝকে।

আজ তাহলে আসুন জেনে নিই, ঘর পরিষ্কারের ক্ষেত্রে কীভাবে ভিনেগার (হোয়াইট ডিসটিলড ভিনেগার) আমরা কাজে লাগাতে পারি-

১। ঘরের জানালা ও আয়না পরিষ্কারের জন্য সমপরিমাণ পানি আর ভিনেগার মিশিয়ে একটি স্প্রে বোতলে নিয়ে স্প্রে করুন। তারপর পরিষ্কার কাপড় অথবা খবরের কাগজ দিয়ে মুছে ফেলুন। স্প্রে বোতল না থাকলে অল্প করে মিশ্রণটি আয়না অথবা জানালায় ছিটিয়ে দিলেও হবে।

২। পেঁয়াজ রসুনের মত ঝাঁঝালো গন্ধবিশিষ্ট কিছু কাঁটার পর হাত কিংবা ছুরি থেকে এর গন্ধ থেকে মুক্তি পেতে ভিনেগার ব্যবহার করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। ফ্রিজের উপরে অনেক সময়েই ময়লা জমে দাগ পরে যায়। এই দাগ খুব সহজেই কেটে উঠে না। এক্ষেত্রে ভিনেগার বরফ করে একটি কাপড়ে নিয়ে দাগের উপর হালকা ঘষুন। দাগ উঠে যাবে।

Cleaning-floor

৪। জীবাণু থেকে পরিত্রাণ পেতে জীবাণুযূক্ত জায়গাগুলো যেমন- দরজার নব কিংবা টয়লেট ভিনেগার দিয়ে পরিষ্কার করুন। নিয়মিত ভিনেগারে ঘর পরিষ্কার করলে পিঁপড়ার উবদ্রব অনেকটাই কমে আসবে।

৫। মাইক্রোওয়েভ পরিষ্কারের জন্য কিছু পরিমান পানি নিয়ে তাতে পানির অর্ধেক পরিমান ভিনেগার মিশিয়ে মাইক্রোওয়েভে দিয়ে বয়েল করুন। তারপর একটি কাপড় দিয়ে সাধারণভাবে মাইক্রোওয়েভ মুছে ফেলুন। অবাঞ্চিত গন্ধসহ আটকে থাকা খাবারও খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তবে লিকুইডটি বয়েল করার সময় সাবধানতা অবলম্বন করুন।

৬। বাচ্চাদের খেলনা পরিষ্কারের ক্ষেত্রে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না করে পানি আর ভিনেগার মিশিয়ে ব্যবহার করুন।

৭। অনেকসময় বাচ্চারা ঘরের বিভিন্ন জায়গায় স্টিকার লাগায়। স্টিকার তুলে ফেলার পর আঠা সহজে উঠতে চায় না। এমন জায়গায় ভিনেগার স্প্রে করে কয়েক মিনিট পর আঠা তুলে ফেলুন। প্রথমবারে না হলে একইভাবে আবার চেষ্টা করুন।

৮। বাথরুম ক্লিনার শেষ হয়ে গেলে তার স্থলে ভিনাগার স্প্রে করে ব্রাশ দিয়ে খুব সহজেই পরিষ্কার করে ফেলুন ।

৯। অটোমেটিক কফি মেকার পরিষ্কার করার সময় ভিনেগার দিয়ে একটি সাইকেল রান করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে সেক্ষেত্রে আগে ইউজার ম্যানুয়াল দেখে নিবেন।

১০। কম্পিউটার, মনিটর, ফ্যাক্স মেশিন এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্র সমূহ ভালো কাজ করে যখন তা পরিষ্কার ও ধূলোবালি মুক্ত থাকে। তাই নিয়মিত এগুলো পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার আগে অবশ্যই এগুলো বন্ধ করে নিবেন। সবধরনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। তারপর একটি পাত্রে সমপরিমাণ ভিনেগার আর পানি মিশিয়ে তাতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে নিন। তারপর খুব শক্ত করে চিপে যতটা সম্ভব পানি ঝরিয়ে ফেলুন। তারপর ময়লা অংশগুলো মুছে ফেলুন। কিবোর্ড এর কি’স পরিষ্কার করার সময় ছোটো কটন বাডস ব্যবহার করুন। কখনই স্প্রে করবেন না। আর পরিষ্কারের সময় খেয়াল রাখবেন যাতে পানি ভেতরের কোনো সার্কিটে প্রবেশ করতে না পারে।

দেখলেন তো ভিনেগার দিয়ে কত সহজেই আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আর ঘর পরিষ্কার করা যায়।

লিখেছেন – নীল

ছবি – লেটমিডুদ্যাট.কম


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles