বিভিন্ন ধরনের বানগুলোর মধ্যে ব্রেইডেড বান মেয়েদের খুব পছন্দনীয় একটি হেয়ার স্টাইল। আর তা যদি সোয়েপট আপ ব্রেইডেড বান হয়, তাহলে তো কোনো কথায় নেই, কেননা এই হেয়ার স্টাইলটি যেকোনো পোষাকের সাথে সহজেই মানিয়ে যায়। দেখতে খুব কঠিন মনে হলেও খুব সহজেই বাসায় নিজে নিজেই করে ফেলা যায় এই বানটি।
সোয়েপট আপ ব্রেইডেড বান হেয়ার স্টাইলটি করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
১। প্রথমে চিরুনি দিয়ে চুল পেছনের দিকে করে আচঁড়ে নিন। এবং কান পর্যন্ত চুলগুলো নিয়ে ইলাস্টিক ব্যান্ড দিয়ে একটি ছোট পনিটেইল করুন। পনিটেইলের চুল নিয়ে এখন একটি বেণী তৈরি করুন।
২। এখন ইলাস্টিকের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেণীটিকে ফুলের মতো করে খোঁপা করে নিন। ববপিন দিয়ে ভেতরের দিকে আটকে দিন। তারপর বাকি চুলগুলো নিয়ে তা দু’ভাগ করুন।
৩। বামদিকের চুলগুলো টেনে নিয়ে খোঁপার চারদিকে পেঁচিয়ে ববিপিন দিয়ে লাগিয়ে নিন। এখন দান দিকের চুল নিয়ে একটি বেণী করে একইভাবে খোঁপার চারপাশে ঘুরিয়ে এমনভাবে লাগান যাতে কোন চুল বাইরে বেরিয়ে না থাকে।
সবশেষে আপনার সোয়েপট আপ ব্রেইডেড বানটি দেখতে এমনটা হবে।
প্রথমবার পারফেক্ট না হলে কয়েকবার চেষ্টা করুন। অবশ্যই ভালো হবে।
লিখেছেন – নীল