আমরা সাধারণত ওয়ার ড্রবে আমাদের সাজগোজের জিনিসগুলো রেখে থাকি। কেউ কেউ ছোট ছোট বাক্সে আলাদা করে রাখেন আবার কেউ বড় প্লাস্টিকের বাক্সে একত্রে রাখেন। কিন্তু প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলো সবসময় হাতের নাগালে না পেলে সময় নষ্ট হয়ে যায় অনেকটাই। এছাড়া এমনিতে অরনামেন্টস আর কসমেটিকসের ভার অনেক,তার উপর এসব বক্সের কারণে আপনার ওয়ার ড্রব আরো ভারী হয়ে যায়।
তাই সব কিছু হাতের নাগালে পেতে আর একসাথে পেতে কাগজের মিনি ড্র’র বানিয়ে ফেলুন।
মিনি ড্র’র বানাতে যা যা লাগবেঃ
- শক্ত আর মোটা কাগজ। বোর্ড পেপার হলে ভাল হয়।
- রঙিন কাগজ।
- আঠা।
বানানোর পদ্ধতিঃ
- প্রথমে একটি কাগজ ৩৩x৩৩ সেন্টিমিটারে চারকোণাভাবে কেটে নিন। অথবা যে কোন সাইজে কেটে নিন। তবে তা অবশ্যই চারকোণা হতে হবে।
- এবার ঐ কাগজটি ১১x১১ সেন্টিমিটারে ৯ টি ভাগ করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিন।
- কাগজটির কর্নারের চারটি অংশ কেটে আলাদা করে ফেলুন।
- এবার আরেকটি কাগজ ৩১.৫x৩১.৫ সেন্টিমিটারে চারকোণাভাবে কেটে নিন।
- দ্বিতীয় কাগজটি ১০.৫x১০.৫ সেন্টিমিটারে ৯ টি ভাগ করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিন।
- দ্বিতীয় কাগজটিরও কর্নারের চারটি অংশ কেটে আলাদা করে ফেলুন।
- এবার কাগজ দুটি দিয়ে স্কচটেপ বা আঠার সাহায্যে বাক্স বানিয়ে ফেলুন।
- বাক্স দুটি এমন হতে হবে যেন দ্বিতীয় বাক্সটি প্রথম বাক্সটির ভেতর ঢুকানো যায়।
- এবার দ্বিতীয় বাক্সটি আঠার সাহায্যে আপনার পছন্দমতো রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিন।
- এবার দ্বিতীয় বাক্সটির খোলা অংশ উপরে রেখে প্রথম বাক্সের ভিতর ঢুকিয়ে দিন।
- সামনের অংশে একটি রাবারের কাপড় লম্বা করে কেটে নিচের ছবির মতো করে হ্যান্ডেল বানিয়ে আটকিয়ে দিন এবং সাজিয়ে নিন।
- এভাবে আরও ৩টি বক্স বানিয়ে ফেলুন।
- এরপর চারটি একসাথে পাশাপাশি আঠা দিয়ে আটকিয়ে দিন।
- ড্রবটি আপনার পছন্দ মতো সাজিয়ে ফেলুন।
এভাবে অনেক সহজে আপনি বিভিন্ন রকম মিনি ড্র’র বানাতে পারেন। নিচে ছবি দেয়া হল-
আপনি এটি আপনার সুবিধা মতো যেকোন আকারের বানাতে পারেন। বানানো শেষে আপনার দৈনন্দিনের সাজগোজের প্রয়োজনীয় অরনামেন্টস বা কসমেটিকস; যেমন- কানের দুল, গলার মালা, কাজল, লিপস্টিক, ক্লিপ, সেফটিপিন জাতীয় জিনিসগুলো মিনি ড্র-এ আলাদা আলাদা করে এক জায়গাতেই রেখে দিতে পারেন।
আপনি এটি চাইলে আপনার ওয়ার ড্রবের উপর বা ভেতরে অথবা আপনার আয়নার সামনে সাজিয়ে রাখতে পারেন।
তাই সময় নষ্ট না করে বানিয়ে ফেলুন মিনি ড্র’র।
লিখেছেন – সোহানা মোরশেদ