শীত কালটা বিয়ের মৌসুম হিসেবে পরিচিত। নিশ্চয়ই ইতোমধ্যেই বিয়ের দাওয়াত পেয়ে গেছেন! কিন্তু বিয়েতে কেমন সাজে নিজেকে সাজাবেন এমন চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে তো? তবে আজ আমাদের সবার প্রিয় মেকাপ আর্টিস্ট শাহ্নাজ শিমুল রহমান বিয়ের দাওয়াতে কেমন মেকাপ করবেন তাই দেখিয়েছেন। তবে চলুন দেখে নিই, বিয়ের দাওয়াতে খুবই সুন্দর এবং গর্জিয়াস মেকাপ লুকটি।
টিউটোরিয়াল এবং ছবিঃ শাহ্নাজ শিমুল রহমান