মেয়েদের ব্যক্তিত্ব প্রকাশে হেয়ার স্টাইল অন্যতম। সিম্পল একটি স্টাইলও আপনার ব্যক্তিত্বকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পারে। এমনই কিছু সিম্পল স্টাইল যা ছোট অথবা বড়, সব ধরনের চুলেই করা সম্ভব।
১.
এটি অত্যন্ত সিম্পল একটি স্টাইল, শুধুমাত্র ববিপিন লাগবে এটিতে। ডানদিক থেকে সিঁথি করে সামনের কিছু চুল আলাদা করে কয়েকবার টুইস্ট করে পিন দিয়ে আঁটকে দিতে হবে। মাত্র ১ মিনিটেই হয়ে গেল চুল বাঁধার কাজটি।
২.
এটি অনেকটা প্রথমটার মতই। এটিতে মাঝ বরাবর চুলে সিঁথি করে দুটি টুইস্ট করতে হবে।
৩.
এটিও একটি সহজ হেয়ার স্টাইল। ছবিতে দেখানো অনুযায়ী মাথার উপরিভাগের চুল নিয়ে টুইস্ট করে নিতে হবে, এবার এটি রাবার ব্যান্ডের সাহায্যে আঁটকে দিতে হবে।এবার নিচের বাকী চুলটুকু নিয়ে রাবার দিয়ে আটকানো যায়গায় নিয়ে একটি হেয়ার ব্যান্ডের সাহায্যে আঁটকে দিতে হবে, ব্যস হয়ে গেল চমৎকার একটি স্টাইল।
৪.
এই স্টাইলে চুল মাঝ বরাবর সিঁথি করে, নিচের দিকের কিছু চুল নিয়ে দুপাশে দুটি সাধারণ বেণী করে নিতে হবে। এবার দুই বেনীর দুপ্রান্তে দুটি রাবার ব্যান্ড দিতে আঁটকে, দুই বেনীকে একসাথে হেয়ার ব্যান্ডের সাহায্যে আঁটকে ফেলতে হবে। এবার উপরিভাগের চুলগুলো হালকা টেনে দিয়ে একটু ফোলা ভাব আনতে হবে।
লিখেছেন - সারাহ
ছবি – মেটভাইরাল.কম