Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

কীভাবে নিজেই করবেন এপ্লিক?

$
0
0

আজকাল খুব জনপ্রিয় এপ্লিক এর কাজ করা থ্রি-পিস, বেডকভার, কুশোন কাভার ইত্ত্যাদি। অনেকেই এপ্লিক করতে চান কিন্তু এর কাপড় কাটা ও সেলাই কীভাবে করতে হবে ঠিক বুঝে উঠেন না। তাদের জন্য আমার কিছু সহজ এপ্লিক এর টেকনিক ধাপে ধাপে সেলাইসহ দিলাম।

aplik 1

এমন গোলাকার কাপড় কেটে নিন।

aplik 2
এভাবে দাগ দিয়ে নিন।পাপড়ি নিজের ইচ্ছেমত কম বেশি করতে পারেন।

aplik 3
দাগ দেয়া অংশ বরাবর কেটে নিন।

aplik 4
একটা করে কাপড় পছন্দসই কাপড়ের উপর বসিয়ে নিন।

aplik 5
উপরের প্রান্ত মুড়িয়ে পাপড়ির আকার দিন।

aplik 6
এটা অপর প্রান্ত। একটা পাপড়ি সেলাই হয়েছে।এভাবে বাকিগুলো সেলাই করে নিন।

aplik9
প্রায় ফুলের শেপ হয়ে এসেছে।

aplik 10

এটা এপ্লিক এর উলটা পিঠ। পেছন থেকে সেলাই দেখতে এমন হবে।

ছবি এবং লিখেছেন - খুরশিদা রনী


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles