Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ক্যাজুন চিকেন সালাদ

$
0
0

 ডিনারের টেবিলে চাইলে অন্যান্য খাবারের সাথে ক্যাজুন চিকেন সালাদও রাখতে পারেন। খেতে দারুণ আর আপনি যদি ডায়েটে থাকেন তবে সালাদ হলেও মাংস থাকায় বাড়তি কিছু খাওয়ার প্রয়োজন পড়বে না।  

উপকরণ 

  • হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ
  • ময়দা ২ টেবিল চামচ
  • অনিওন পাউডার ১ চা চামচ ( বাটা পেয়াজ দিয়েও করতে পারেন ) 
  • গারলিক পাউডার ১ চা চামচ
  • পাপরিকা পাউডার ১ চা চামচ / লাল মরিচ গুরা হাফ চা চামচ
  • গোল মরিচ গুরা ১ চা চামচ
  • অরিগানো হাফ চা চামচ ( সুপার শপ এ পাওয়া যাবে )
  • শুকনা মরিচ টালা গুরা অল্প
  • টমেটো কেচাপ ১ টেবিল চামচ
  • লবন স্বাদমত
  • তেল ১ টেবিল চামচ

প্রণালী 

- তেল ছাড়া উপরের সব উপকরণ  মাংসের সাথে মিশিয়ে মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা। 

- সালাদের জন্য আরও লাগবে- শসা টুকরা / কুচি , গাজর, টমেটো ,লেটুস কুচি এবং ভাঁজা মচমচে নুডুলস (যেকোন নুডুলস ডুব তেলে মচমচে করে ভেজে নিতে পারেন )আর ,লেবুর রস ,অল্প অলিভ ওয়েল।

- প্রথমে প্যান এ তেল দিয়ে তেল গরম হলে মেরিনেট করে রাখা মাংস দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন।ভাজা ভাজা হলে নামিয়ে নিন।

- এখন সালাদের জন্য কেটে রাখা শসা , গাজর, টমেটো ,লেটুস কুচি তে অল্প লবন,ভাঁজা মচমচে নুডুলস ,লেবুর রস আর অল্প অলিভ ওয়েল দিয়ে মেখে নিন। (লবন টা খেয়াল রাখতে হবে কারন রান্না করা মাংস তেও লবন দেয়া আছে )

- প্লেটে পরিবেশন এর সময় আগে মাখানো সালাদ সাজিয়ে নিন।এর উপর রান্না করা মাংস ছড়িয়ে দিন।

- চাইলে কিছু ভাজা বাদাম উপরে ছিটিয়ে পরিবেশন করতে পারেন।

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles