Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কি করবেন ?

$
0
0

কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছে আমাদের দেশে। বিভিন্ন কবি, সাহিত্যিকগণ তাদের লেখায় কাজলকালো চোখের বর্ণনা অনেক সুন্দরভাবে ফুটিয়া তুলেছেন। কাজলকালো শব্দটি উচ্চারণ করলেই আমাদের সামনে ভেসে উঠে কালো বর্ণের নিখুঁত সুন্দর মায়াবী একজোড়া চোখের ছবি। তবে চোখে কাজল ছড়িয়ে যাওয়া কেউ কি চায়? কেউই নয়।

যুগ যুগ ধরে কাজল আমাদের বাঙালি নারীদের সাজসজ্জার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কাজল ছাড়া বাঙালি নারীদের চোখের সাজ পূর্ণই হয় না। সময়ের সাথে সাথে সাজের ধরন বদলালেও টিকে আছে কাজলের ব্যবহার। শাড়ি, সালোয়ার-কামিজ বা ওয়েষ্টার্ণ আউটফিটসহ সব পোশাকের সাথেই মানিয়ে যায় কাজল। কাজলকালো চোখ একজন নারীকে করে তোলে আরও বেশি মায়াবী আর আকর্ষণীয়।

আমাদের দেশের বেশিরভাগ মেয়েরা কাজল ব্যবহার করেন প্রায় প্রতিদিনই। কাজল পরা অপরুপ চোখ নজর কাড়ে সবসময়। আর সেই সাথে একজন নারীর সৌন্দর্য যেন ফুটে উঠে দ্বিগুণভাবে। কিন্তু এই কাজল দেয়ার পর একটি কমন সমস্যা হলো কাজল ছড়িয়ে যাওয়া। সবার মুখে শোনা যায় কাজল নিয়ে এই একই অভিযোগ। এত সুন্দর করে কাজল দিয়ে চোখ সাজানোর পর যদি কাজল লেপ্টে ছড়িয়ে যায় তাহলে পুরো সাজটাই নষ্ট হয়ে যায়। কাজল ছড়িয়ে গেলে তা চোখের  চারপাশে পুরো কালো করে ফেলে সেই সাথে আপনার পুরো ফেইসটাতে একটা ডার্ক এফেক্ট এনে দেয়। অনেকের কাছেই শোনা যায় তাদের কাজল সব সময় ছড়িয়ে যায়। তবে কাজল বেশি ছড়ায় গরমের দিনে। কারণ এসময় চোখের নীচটা ঘামে, সেই সাথে পুরো মুখে তেল উঠে। যার জন্য কাজল লেপ্টে যায়। এছাড়া যাদের চোখের পাতা তৈলাক্ত কিংবা যাদের চোখে কাজল দেয়ার সময় বেশি পলক পড়তে থাকে, তাদের চোখে কাজল বেশি ছড়ায়।

যেভাবে চোখের কাজল ছড়িয়ে যাওয়া রোধ করার উপায়

সামান্য কিছু কৌশল অবলম্বন করলেই আমরা কিন্তু কাজল ছড়িয়ে যাওয়ার সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। চলুন তবে দেখে নেই!

১. কাজল লাগানোর আগে চোখ ভালো করে  ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

২. কাজল ব্যবহারের পূর্বে চোখের নিচে ও আশেপাশে ভালো করে কম্প্যাক্ট বা সাধারণ পাউডার লাগিয়ে নিন। কম্প্যাক্ট বা সাধারণ পাউডার চোখের নিচের তেল শুষে নেবে ও কাজল ছড়িয়ে যাওয়া বন্ধ করবে।

৩. যদি কাজল একটু লিকুইড বা তৈলাক্ত ধরনের হয় তবে কাজল দেয়ার পর চিকন আইশ্যাডো ব্রাশ দিয়ে ম্যাট ফিনিশের কালো আইশ্যাডো দিয়ে নিন। এতে কাজলের তৈলাক্ত ভাব চলে গিয়ে কাজলটা দীর্ঘস্থায়ী হবে। সেইসাথে চোখে একটা স্মোকি ভাব এসে চোখকে আরও আকর্ষণীয় করে তুলবে।

৪. কাজল ছড়িয়ে যাওয়া এড়াতে দিনের বেলা হালকা করে কাজল দিন। আর রাতের বেলায় গাঢ় করে কাজল লাগান।

৫. চোখের ভেতরের দিকে কাজল দিলে ছড়িয়ে যায় বেশি। কাজেই কাজল দেয়ার সময় চোখের কোণায় হালকা করে কাজল দিয়ে মাঝখানের অংশে গাঢ় করে কাজল দিন। চোখের কোণে গাঢ় করে কাজল না দিলে কাজলটা আর ছড়াবে না।

৬. চোখের নিচের পাতায় কাজল লাগানোর সময় চোখের ওয়াটার লাইনের বাইরে থেকে কাজল লাগানো শুরু করে তারপর ভেতরের দিকে কাজল লাগান। তা না হলে চোখের পানি বের হয়ে কাজলের কালির সাথে মিশে কাজল ছড়িয়ে যাবে ও চোখের আশপাশটা কালো হয়ে যাবে।

৭. চোখের বাইরে কাজল লাগানোর পর এর উপর দিয়ে পাতলা করে আইলাইনার লাগিয়ে নিন। এতে কাজল ছড়ানোর সম্ভাবনা থাকবে না। আরো ভালো ফল পেতে শুকিয়ে যাওয়ার পর চোখে মাশকারা ব্যবহার করুন।

৮. ভালো ব্র্যান্ডের কাজল ব্যবহার করুন। ওয়াটার প্রুফ দেখে কাজল কিনুন। এই কাজল দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী হয়। কাজল কেনার আগে এর গায়ে লাগানো লেভেল লক্ষ্য করুন। “No smudge” অথবা “Long-lasting” লেখা দেখে কিনুন। এই কাজল দীর্ঘসময় চোখে থাকার পাশাপাশি ছড়াবেও না।

৯. যদি সম্ভব হয় কাজল লাগানোর পূর্বে প্রাইমার ব্যবহার করুন। চোখের পাতা সহ আশেপাশের স্থানে প্রাইমার লাগিয়ে তারপর কাজল পরুন।  প্রাইমার মূলত মেকআপের একটা বেইজ তৈরী করে চোখের পাতা মসৃণ রাখে। এতে চোখে কাজল ভালোভাবে বসবে ও কাজল ছড়িয়েও যাবে না।

১০. চোখের ওয়াটার লাইনে কখনও কাজল, আইলাইনার কোনটাই ব্যবহার করবেন না। এটি চোখের ভেতরে জ্বালাপোড়াসহ বিভিন্ন ইনফেকশন সৃষ্টি করতে পারে। রাতে ঘুমানোর আগে অবশ্যই কাজল পরিষ্কার করে ঘুমাতে যাবেন।

উল্লেখিত কৌশলগুলো ফলো করলেই চোখের কাজল ছড়াবে না এবং আপনার চোখও দেখাবে আকর্ষণীয়, সুন্দর! আর চোখের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করাই উচিত নয়। তাই ভালো মানের কাজল ব্যবহার করুন। আপনি চাইলে চোখের সাজে অথেনটিক প্রোডাক্ট কিনতে চাইলে অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে প্রোডাক্ট কিনতে পারেন। আবার নিজে গিয়ে কিনতে চাইলে চলে যেতে পারেন সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত।

ছবি- সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম

The post চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কি করবেন ? appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles