সারাদিনের ব্যস্ততায় নিজের দিকে খেয়াল করার সময় হয়ে উঠে না অনেকেরই। অযত্নে থাকতে থাকতে স্কিন হয়ে পড়ে ডাল আর লাইফলেস। রোদে পুড়ে ত্বকের উপর কেমন যেন একটা কালচে ছাপ পড়ে যায়। কিন্তু হুট করেই যদি দাওয়াত পড়ে যায়? কিভাবে স্কিনের ডালনেস দূর করে নিয়ে আসা যায় ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন চলুন আজ তাই দেখে নেই!
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম
The post ইন্সট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে কী করবেন জানেন কি? appeared first on Shajgoj.