লম্বা চুল একটু ডিফারেন্ট স্টাইলে বাঁধতে গিয়ে হেয়ার স্প্রে, স্ট্রেইটনার সব ব্যবহার করে ১২ টা বাজিয়ে নাজেহাল হওয়াটা খুব কমন একটা ব্যাপার! প্রবলেম-টা হয় যখন এই চুল খুলে জট ছাড়ানোর সময় আসে! চুল ছিঁড়ে একাকার হয় ভুল পদ্ধতিতে জট ছাড়াতে গিয়ে! তাহলে সঠিক পদ্ধতিটি কী, বলুন তো? চিন্তা নেই। সমাধানটা ঐশীর কাছে আছে! চলুন দেখে নেই!
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম