একটি পবিত্র সুন্দর সম্পর্ক গড়তে গিয়ে জীবনের ঝুঁকি যেন নিতে না হয়, সেদিকে খেয়াল রাখাটা অনেক বেশি জরুরী, তাই না? সেক্সুয়াল রিলেশন-এর বেলায় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয় যৌনবাহিত বিষাদময় রোগগুলো থেকে বাঁচতে। জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতিগুলো তাই সঠিকভাবে ব্যবহার করতে হবে। কিন্তু কোন পদ্ধতিটি আপনার জন্য যথাযথ হবে, বলতে পারেন? চলুন তবে সে সম্পর্কে একটু জেনে নেই।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম