ত্বকের ময়লা দূর করতে ফেসওয়াশ বা ক্লিঞ্জার যাই ব্যবহার করুন না কেন কিচ্ছুক্ষন পর ত্বকে রুক্ষতা ফিরে আসে তাই ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে ময়েশ্চারাইজিং অত্যন্ত জরুরি। এছাড়া দিনে সূর্যের তাপ, রাস্তার ধুলোবালি, যানবাহনের কালো ধোঁয়া ইত্যাদি থেকে ত্বককে রক্ষা করতেও ময়েশ্চারাইজিং এর জুড়ি নেই। তাই যারা দিনের বেশির ভাগ সময় বাইরে থাকেন বিশেষ করে শিক্ষার্থী ও চাকুরিজীবীদের ক্ষেত্রে ময়েশ্চারাইজিং এর জন্য ডে ক্রিম ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।জেনে নিন, ভালো মানের কিছুময়েশ্চারাইজিং ডে ক্রিম সম্পর্কে।
দ্যা বডিশপ অ্যালো সুদিং ডে ক্রিম
বডিশপ সবসময় তাদের পণ্যে প্রাকৃতিক গুণাগুণ বজায় রাখার জন্য সুখ্যাত। এদের অ্যালো রেঞ্জের সবগুলো পণ্যতেই রয়েছে অ্যালোভেরার নির্যাস যা ত্বককে করে তোলে সজীব ও প্রাণবন্ত। ডে ক্রিম টিও এর ব্যতিক্রম নয়। কোন প্রকার কৃত্রিম গন্ধ ও প্রিজারভেটিভ ছাড়াই এটি ত্বকের যত্নে অভাবনীয় কাজ করে থাকে। বিশেষভাবে সংবেদনশীল ত্বকের উপযোগী করে তৈরি করা হলেও স্বাভাবিক ও হালকা শুষ্ক ত্বকের অধিকারী ব্যক্তিরাও নিশ্চিন্তে এই ডে ক্রিমটি ব্যবহার করতে পারেন। বিস্তারিত
কোথায় পাবেন?
এর দাম পড়বে ১৪৫০ টাকা। স্যাফায়ার’ এর রাইফেলস স্কয়ার এবং যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ থেকে আপনি নিজে দেখে কিনতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন।
M & KAORUCO ময়েশ্চার রিচ অল ইন ওয়ান জেল
অল ইন ওয়ান ময়েশ্চার রিচ জেল নামের লাইট ময়েশ্চারাইজার বিবি ক্রিমের নিচে প্রাইমার হিসেবে ভালোই কাজ করে। এই প্রোডাক্টের উল্লেখযোগ্য উপাদান হচ্ছে জাপানিজ ওয়াসাবি এক্সট্রাক্ট। যা স্কিনের আন ইভেন স্কিন টোন দূর করে স্কিন ব্রাইট করতে হেল্প করে। যাদের বয়স- ২০-২৮ এমন, যাদের স্কিন খুবই সেনসিটিভ, কিছুই ইউজ করতে পারেন না এমন, আবার একই সাথে অয়েলি এবং একনে প্রন, এমন যারা রোজ বাইরে যান এবং মাঝে মাঝে প্রয়োজনে হালকা মেকাপ করেন তাদের ডেইলি ইউজের জন্য এটা একটা ভালো প্রোডাক্ট। বিস্তারিত
কোথায় পাবেন?
এর দাম পড়বে ১৪০০ টাকা। স্যাফায়ার’ এর রাইফেলস স্কয়ার এবং যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ থেকে আপনি নিজে দেখে কিনতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন।
বডিশপ নিউট্রিগ্যানিকস স্মুথিং ডে ক্রিম
এই ডে ক্রিমটিতে স্কিন নারিসিং ন্যাচারাল বাবাসু অয়েল, অরগানিক কোল্ড প্রেস কোকোনাট অয়েল ও ম্যালো ফ্লাওয়ার রয়েছে যা স্কিনের টেক্সার এবং টোন ইমপ্রুভ করে। এটি একটি অল স্কিন টাইপ ডে ক্রিম যা ড্রাই, অয়েলি ও কম্বিনেশন সব স্কিনের জন্য উপযোগী। ক্রিমটি খুব সুন্দরভাবে স্কিনে মিশে যায়। এই ক্রিমটি ১২ ঘণ্টা পর্যন্ত স্কিন ময়েশ্চারাইজ করে। এটা ব্যবহারের ৪ সপ্তাহের মধ্যে স্কিনের রিংকেল কমিয়ে তোলে। এই ক্রিমটির ৯৮% ইনগ্রিডিয়েন্স প্রাকৃতিক। বিস্তারিত
কোথায় পাবেন?
এর দাম পড়বে ২২৫০টাকা। স্যাফায়ার’ এর রাইফেলস স্কয়ার এবং যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ থেকে আপনি নিজে দেখে কিনতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন।
দ্যা