Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

কই মাছের পাতুরি 

$
0
0

এই রান্না বাংলাদেশের অনেক পুরানো রান্না। গ্রাম অঞ্চলে করা হয়। গরম গরম ভাতের সাথে খুব মজা খেতে। আপনি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মজাদার কই পাতুরি।

উপকরণ

  • কই মাছ ৪টি
  • ২টি কাঁচা মরিচসহ সরষে বাটা ১ টেবিল-চামচ
  • নারকেল বাটা ১ টেবিল-চামচ
  • রসুন ছেচা ১ চা-চামচ
  • পেঁয়াজ ১ টেবিল-চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ 
  • হলুদ গুঁড়া আধা চা-চামচ
  • জিরা বাটা আধা চা-চামচ
  • কাঁচা মরিচ ৪টি
  • লাউ পাতা বড় ৪টি
  • লবণ স্বাদমতো
  • সরষের তেল প্রয়োজনমতো
  • সুতা পরিমাণমতো

প্রণালী

- প্রথমে কই মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

- লাউ পাতা ও সুতা ছাড়া তেলসহ সব মসলা একসঙ্গে মাখিয়ে কই মাছ ১৫ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।

- ৪টি বড় লাউ পাতায় একটি করে মাছ ও একটি করে কাঁচা মরিচ দিয়ে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে।

- প্রতিটি মাছ বাঁধা হলে সসপ্যানে পানি দিয়ে ভাপে বসান।

- ১৫ মিনিট পর নামিয়ে সুতা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় মজাদার কই মাছের পাতুরি।

ছবি – কুকডাইরি ডট কম 

রেসিপি –   সামিয়া’স হোম কিচেন 

 


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles