মেকাপকে সুন্দর করে ফুটিয়ে তোলার ক্ষেত্রে ব্রাশের কোন বিকল্প নেই। আর এই ব্রাশ নিয়েও মেকাপ প্রেমীদের প্রশ্নেরও অন্ত থাকেনা। আইশ্যাডো ব্লেন্ড করতে কোন ব্রাশ ব্যবহার করব? কন্টোরিংয়ের জন্য কোন ব্রাশ? সাথে কোন ব্র্যান্ডের ব্রাশ ভালো? সাজগোজের মেকাপপ্রেমী বন্ধুদের ব্রাশ সংক্রান্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলেন আমাদের সবার প্রিয় শিরি ফারহানা। তবে চলুন দেরি না করে প্রশ্নের উত্তরগুলো দেখে নিই।
মেকাপের জন্য পছন্দের এবং প্রয়োজনীয় ভালো ব্র্যান্ডের ব্র্যাশের কালেকশন রয়েছে SAPPHIRE (সাফায়ার)-এ। বিভিন্ন দামে এবং আন্তর্জাতিক মানের ব্রাশ সেট, সিঙ্গেল মেকাপ ব্রাশ এবং এপ্লিকেটর পেতে প্রোডাক্টগুলোতে দেয়া লিঙ্কে ক্লিক করুন।
ছবি: শিরি ফারহানা