Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ওপেন পোরস সমস্যার প্রাকৃতিক সমাধান

$
0
0

ত্বকের অনেকগুলো সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে পোরস বা বড় লোমকূপ। স্কিনের বয়স বাড়ার সাথে সাথে এবং স্কিন কেয়ার ভালোমতো না করলে পোরগুলো বড় এবং ওপেন হয়ে যায়। যা দেখতে একদম ভালো লাগে না। এমনকি মেকাপ করলেও বাজে লাগে এবং নিজের কাছেও খারাপ লাগে। বড় পোরস থাকলে তাতে অনেক বেশী ময়লা এবং তেল জমে থাকতে পারে, যা স্কিনের আরো সমস্যা তৈরি করে। যাদের অয়েলি স্কিন, তারা পোরস এর সমস্যায় বেশী ভোগে। তাই জেনে নিই কীভাবে ন্যাচারাল উপায়ে বড় পোরস এর সমস্যা থেকে মুক্তি পাবেন।

যা যা লাগবে-

(১) কলার খোসা
কলার খোসায় আছে ভিটামিন এ,বি, সি, ই এবং নিউট্রিয়েনটস। যা স্কিনকে হেলদি করে তোলে। কলার খোসা স্কিনের ন্যাচারাল স্ক্রাবার হিসেবে কাজ করে, যা পোরস এর ভেতর থেকে টক্সিন দূর করে। এছাড়াও এতে আছে স্টার্চ, যা পোরস মিনিমাইজ করতে সাহায্য করে এবং মুখের অতিরিক্ত তেল দূর করে।

(২) মুলতানি মাটি
মুলতানি মাটি ওপেন পোর ক্লোজ করতে অনেক বেশি সাহায্য করে।

(৩) মধু
মধুতে আছে ন্যাচারাল হিউমেক্টেন্ট, যা স্কিনে ময়শ্চার ধরে রাখতে সাহায্য করে।

(৪) লেবুর রস
লেবুর রসে রয়েছে এস্ট্রিঞ্জেন্টস প্রোপার্টিস, যা পোরস দূর করে।

(৫) লেবুর খোসা
লেবুর খোসা পোরস ক্লিন করে এবং পোর ছোট করে আনে।

(৬) টক দই
টক দইয়ে রয়েছে ল্যাক্টিক এসিড এবং প্রো বায়োটিক্স। যা স্কিনের ব্যাক্টেরিয়া দূর করে এবং পোরগুলোর সাইজ মিনিমাইজ করে।

যেভাবে তৈরি করবেন -

একটি পরিষ্কার বাটিতে ২ চা চামচ মুলতানি মাটি নিন। লেবুর খোসা খুব স্মুদভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন। যেন তা হাফ চা চামচ পরিমানে হয়। এর মধ্যে অর্ধেকটা লেবুর রস বের করে নিন। এর মধ্যে ১ টেবিল চামচ টক দই এবং ১ টেবিল চামচ মধু যোগ করুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন যাতে একটি স্মুদ পেস্ট তৈরি হয়।

ব্যবহার বিধি
প্রথমে মুখ পরিষ্কার করে নিন। এবার, একটি কলার খোসা নিয়ে এর ভেতরের দিকটা মুখে হালকা হাতে আস্তে আস্তে ঘষুন ২ মিনিট। যেখানে যেখানে পোরস বেশি সেখানে ভালো করে ঘষবেন। এটি ধুয়ে ফেলবেন না। এর উপরে আগে বানিয়ে রাখা ফেস প্যাকটি হাত অথবা ব্রাশের সাহায্যে পুরো মুখে লাগান।

এর পর ৩০ মিনিট অপেক্ষা করুন। ৩০ মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। টোনার এবং ময়েশ্চারাইজার লাগান।

আপনি ইন্সট্যান্টলি দেখতে পাবেন, আপনার ওপেন পোরগুলো ক্লোজ হয়ে গিয়েছে। সপ্তাহে একদিন এই প্যাকটি ব্যবহার করবেন।

পোরস নিয়ে কিছু কথা

  • ঘন ঘন স্ক্রাবিং করবেন না। ঘন ঘন স্ক্রাবিং পোরস ওপেন করে দেয়।
  • স্কিনের কেয়ার নেবেন। স্কিনের উপরে যেন কোনো টর্চার করা না হয়, সেদিকে খেয়াল রাখবেন।
  • মেকাপের আগে পোর মিনিমাইজার প্রাইমার ব্যবহার করে নিবেন।
  • স্কিন কেয়ারে টোনার ব্যবহার করতে ভুলবেন না। টোনার পোরস মিনিমাইজ করতে হেল্প করে।

এই তো জেনে নিলেন কীভাবে মুখের ওপেন পোরগুলো দূর করবেন। ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।

ছবি – ইন্ডিয়ানফ্যাশনব্লগ ডট কম

লিখেছেন –  জান্নাতুল মৌ


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles