Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

টুনা ফিস বল

$
0
0

বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারেন টুনা ফিস বল। রান্নার সুবিধার্থে পুরো প্রণালী দেয়া হল।   

উপকরণ

  • ক্যানড টুনা ১ টিন
  • ডিম ১টা
  • আলু ১টা
  • পেঁয়াজ ২টো
  • কাঁচা মরিচ ২টো
  • আদা কুঁচি ১চামচ
  • রসুন কুঁচি ১ চামচ
  • হলুদ গুঁড়ো  ১/৪ চামচ
  • গরমমশলা  আন্দাজ মতো
  • লবন স্বাদ মতো
  • ব্রেড ক্রাম

প্রণালী

– প্রথমে আলু সেদ্ধ করে একটু লবন দিয়ে আলাদা করে মেখে রাখতে হবে।
- ক্যান থেকে টুনা মাছ বের করে অতিরিক্ত তেল বা পানি ঝরিয়ে নিতে হবে।
- পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা-রসুন কুঁচি  করে কেটে নিন।
- কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা-রসুন কুচি হালকা লালচে করে ভেজে রাখুন।
- ভাজা হলে এতে হলুদ, ধনে গুঁড়ো ও লবণ দিয়ে নেড়ে-চেড়ে আলুমাখা আর টুনা মাছ দিয়ে ভালো করে কষাতে হবে।
- মিশ্রণটি শুকনো হয়ে এলে গরম মসলা ছড়িয়ে দিন।
- মিশ্রণটি ঠান্ডা হলে হাত দিয়ে বলের মতো করে গড়ে ফেটানো ডিমে ভিজিয়ে ব্রেড ক্রাম মাখিয়ে
- লালচে করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন স্যালাড বা সসের সঙ্গে।

ছবি – পিন্টারেস্ট ডট কম

রেসিপি –   জাভেদ খান


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles