ঘরের কোণায় শীত। এমন সময় অসহনীয় একটি ব্যাপার হল ডেড স্কিন সেল! মুখের কিছু অংশ ড্রাই আবার কিছু অংশ অয়েলি-ভাব। ত্বকের এমন অবস্থা বিরক্তিতে ফেলে দেয়। এমন সময়ের সবচেয়ে উত্তম রেমিডি হবে এমন একটি এক্সফ্লোয়েটিং মাস্ক। যা স্কিনের মৃত কোষ রিমুভ করে আপনাকে দিবে সফট স্কিন। আজকের এই এক্সফ্লোয়েটিং মাস্ক ঘরে থাকা মাত্র ৩টি উপাদান দিয়ে তৈরি করা। এই মাস্কটি স্ক্রাবার হিসেবে কাজ করার সাথে সাথে ফেসিয়াল হেয়ার রিমুভাল মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। মুখের অবাঞ্চিত লোম দূর করতে চাইলে এই মাস্কটি বেশ কিছুদিন নিয়মিত ব্যবহার করতে হবে।
ছবি এবং টিউটোরিয়াল – মেকাপ ম্যানিয়াক বাই লিন্ডা