Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

খুব সহজে তৈরি করুন পর্দা বন্ধনী

$
0
0

বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন পর্দা বন্ধনী।কম উপকরণ ও সহজে তৈরি করা সম্ভব। এতে ঘর দেখতেও ভাল লাগে।তবে বানানোর পদ্ধতি শিখে নেয়া যাক।

 যা যা  লাগবে

  • সিডি
  • গ্লু
  • কালার ফিতা
  • স্টিক
  • কাঁচি

 

পদ্ধতি

১.সিডি গোল করে মাঝে কেটে নিতে হবে।

 curtai 2

২.কালার ফিতা দিয়ে গ্লুর সাহায্যে আবৃত করতে হবে।

 curtai 3

৩.এবার স্টিকটি কালার ফিতা ও গ্লু দিয়ে আবৃত করে নিতে হবে। চাইলে কাপড় দিয়ে ফুল বা প্রজাপতি তৈরি করে সাজানো যাবে।

 curtai 4

এবার মন মতো বিভিন্ন কালারের পর্দা বন্ধনী তৈরী করতে পারবেন খুব সহজে।

ছবি – হেন্ডিডাই

লিখেছেন – মুমতাহিনা তাবাসসুম


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles