Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3049

তেলাপিয়া ফিলে উইথ রেড কারি!

$
0
0

দুপুরে বা রাতের খাবারে খুব ঝটপট কিছু বানাতে চাইলে খুব সহজ এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। 

উপকরণ

  • তেলাপিয়া মাছের ফিলে ৪ টা
  • পেঁয়াজ বাটা ২ চা চামচ
  • রসুন কুচি ৫ টেবিল চামচ
  • টমেটো ৬-৭ টি
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া ২ চা চামচ
  • ময়দা অল্প
  • লবন স্বাদমত
  • তেল ২ টেবিল চামচ
  • অলিভ অয়েল ১ চা চামচ
  • ধনিয়া পাতা অল্প

প্রণালী

প্রথমে টমেটোগুলোকে সিদ্ধ করে নিন। টমেটোর খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে অলিভ অয়েল, লেবুর রস ,৩ টেবিল চামচ রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিন।

এখন মাছের ফিলেগুলোকে ময়দাতে ডাস্ট করে নিন। এবার একটা প্যান এ তেল দিয়ে তেল গরম হলে এতে ডাস্ট করা মাছের ফিলেগুলোকে লাল করে ভেজে নিন।

এবার একটা প্যান এ তেল দিয়ে পেঁয়াজ বাটা দিন। একটু ভাজা হলে এতে লাল মরিচ গুঁড়া দিয়ে ব্লেন্ড করা টমেটোটা দিন। ফুটে উঠলে এতে ভাজা মাছের পিসগুলো আলতো করে দিয়ে রান্না করুন আরো ১০ মিনিট।

এবার একটা প্যান এ অল্প তেল দিয়ে তাতে বাকি রসুন কুচি দিয়ে লাল করে ভেজে মাছের উপর ফোড়ন দিন। নামানোর আগে ধনিয়া পাতা ছিটিয়ে দিন।

গরম ভাতের সাথে পরিবেশন করুন এই কারি।

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories


Viewing all articles
Browse latest Browse all 3049

Trending Articles