দারুণ না সেলাইটা! খুব সাধারণ সেলাইয়ে একটু ভিন্নতা আনতে পারলেই কিন্তু চমকে দেয়া সম্ভব। আজকের সেলাইটি সেরকমই কিছু। আমরা কম বেশি সবাই বোতাম স্টিচ সেলাইটা করতে জানি। এই সেলাইটিতে একটু ভিন্নতা আনলেই প্রচ্ছদের সেলাইয়ের মতো দারুণ একটি শিল্পকর্মে পরিনত করা সম্ভব। কীভাবে? আজ তাই শিখাব।
নিচে দেয়া ছবিগুলো দেখে, ধাপে ধাপে চেস্টা করুন। দেখবেন নিজেই অন্য কারো সাহায্য ছাড়াই নিখুঁত এবং দারুণ নান্দনিক সেলাইটি শিখে গিয়েছেন। আরেকটি কথা অনেকেই বল যে তোমাদের ছবি দেখে দেখে হাতের কাজ শিখতে অসুবিধা হচ্ছে। আসলে একটু ইচ্ছা শক্তি থাকলে ছবি থেকেও সেলাই শিখা সম্ভব।
ছবি – প্যারেন্টসফোরাম.কম