Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3049

দেখতে কঠিন হলেও মাত্র ৩ ধাপে শিখে নিন ‘Cretan Stitch’

$
0
0

কেমন চলছে হাতের কাজ?  আজ নতুন একটি সেলাই টেকনিক নিয়ে হাজির হয়ে গেলাম। এই সেলাইয়ের নাম  cretan stitch। দারুণ এই সেলাইটি প্রথমে দেখে অনেক কঠিন লাগতে পারে কিন্তু ছবিতে দেয়া অনুযায়ী স্টেপ বাই স্টেপ অনুসরণ করলে দেখবে কঠিন ব্যাপারটি তোমার আয়ত্তে চলে এসেছে।

এই cretan stitch ‘টিতে ভেরিয়েশন এনেও কিন্তু তুমি চমকে দিতে পারো। কিন্তু প্রথমে মূল  cretan stitch টি শেখা যাক পরে  না হয় ভেরিয়েশন কীভাবে আনা যায় তা নিয়ে কথা হবে।

আরেকটি কথা অনেকেই বল যে তোমাদের ছবি দেখে দেখে হাতের কাজ শিখতে অসুবিধা হচ্ছে। আসলে একটু ইচ্ছা শক্তি থাকলে  ছবি থেকেও সেলাই শিখা সম্ভব।

cretan_stitch_1

স্টেপ ১

cretan_stitch_2

স্টেপ ২

cretan_stitch_3

ফলাফল

cretan_stitch_4

ভেরিয়েশন এক

cretan_stitch_5

ভেরিয়েশন দুই

cretan_stitch_6

ভেরিয়েশন তিন

ছবি – থ্রিফটিফিন.কম


Viewing all articles
Browse latest Browse all 3049

Trending Articles