কিছুদিন আগেই আমরা শিখেছিলাম কলোনিয়াল নট। আজ আমরা শিখব একটু ভিন্নধর্মী স্ক্রোল স্টিচ। নটের মতই হালকা পেঁচিয়ে করতে হয় এই সেলাইটি।ওয়াল ম্যাট, ড্রেস, চাদরে, যেকোনো কাভারে বা টেবিল ম্যাটে নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন একে করে নিতে পারেন এই সেলাইটি।
নিচে দেয়া ছবিগুলো দেখে, ধাপে ধাপে চেস্টা করুন। দেখবেন নিজেই অন্য কারো সাহায্য ছাড়াই নিখুঁত এবং দারুন নান্দনিক সেলাইটি শিখে গিয়েছেন।
ছবি – পিকএসএসআর.কম