Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

নান্দনিক কলোনিয়াল নট

$
0
0

গিঁঠ দিয়েও যে দারুণভাবে সেলাই করা যায় তা হয় তো আমাদের মাথাতেই আসে না। সবসময়ি সুঁই আর সুতোর গিঁঠ খোলায় লেগে পড়লেও আজ আমরা আনন্দের সাথে এই গিঁঠ দেয়াই শিখব। এই কলোনিয়াল নট হিসেবে পরিচিত। ওয়াল ম্যাট,  ড্রেস, চাদরে, যেকোনো কাভারে বা টেবিল ম্যাটে নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন একে  করে নিতে পারেন এই সেলাইটি।

 

নিচে দেয়া ছবিগুলো দেখে, ধাপে ধাপে চেস্টা করুন। দেখবেন নিজেই অন্য  কারো সাহায্য ছাড়াই নিখুঁত এবং দারুন নান্দনিক সেলাইটি শিখে গিয়েছেন।colonial_knot_1

colonial_knot_2 colonial_knot_3 colonial_knot_4 colonial_knot_5 colonial_knot_6

ছবি – পিকএসএসআর.কম


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles