আরও একটি ঈদ স্প্যাশাল মেকাপ লুক নিয়ে হাজির হয়ে গেলেন মেকাপ আর্টিস্ট শাহ্নাজ শিমুল। আজকের মেকাপ লুকটি পিংক কালার বেজ। কাজেই যারা পিংক কালার পছন্দ করেন এবং স্নিগ্ধ দিনের বেলার জন্য পারফেক্ট মেকাপ লুক খুজচ্ছিলেন তারা তৈরি তো! চলুন দেখে নিই, পিংক পার্টি মেকাপ টিউটোরিয়ালটি।
প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
টিউটোরিয়াল এবং ছবি: শাহ্নাজ শিমুল রহমান