আজ আমরা শিখব ফার্ন স্টিচ। খুবই সহজ এবং ঝটপট করে ফেলা যায় এই সেলাইটি। বাচ্চার ড্রেসে, চাদরে, যেকোনো কাভারে বা টেবিল ম্যাটে নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন একে করে নিতে পারেন এই সেলাইটি। এই সেলাইটি করতে হাতের কাজের প্রাথমিক ধাপ স্ট্রেট সেলাইটি জানতে হবে। আচ্ছা! যদি তাও জানা না থাকে তাতেও সমসসা নেই। নিচে দেয়া ছবিগুলো দেখে, ধাপে ধাপে চেস্টা করুন। দেখবেন নিজেই অন্য কারো সাহায্য ছাড়াই নিখুঁত এবং দারুন নান্দনিক সেলাইটি শিখে গিয়েছেন।