দেখতে দেখতে ঈদ চলেই আসলো। আর মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে ঈদের প্রস্তুতি নেয়া শুরু হয়ে গেছে। এই সময়ের আবহাওয়ার কথা মাথায় রেখে আমাদের সবার প্রিয় মেকাপ আর্টিস্ট শিরি ফারাহানা হাজির হলেন দারুন একটি মেকাপ লুক নিয়ে। তবে চলুন দেখে নিই মেকাপ টিউটোরিয়ালটি।
প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
ছবি: শিরি ফারহানা