আমরা মেয়েরা আমাদের চুলে বিভিন্ন ধরণের স্টাইল করতে পছন্দ করি। অনুষ্ঠান ভেদে আমাদের হেয়ার স্টাইলের মধ্যেও কিন্তু অনেক তফাৎ থাকে। বিয়ের মত জমকালো অনুষ্ঠানগুলোতে চুলে চাই গর্জিয়াস লুক। অথচ আমাদের মধ্যে যারা অফিস, আদালতে বিভিন্ন ধরণের জবে নিযুক্ত আছি, কর্মক্ষেত্রে আমাদের হেয়ারে প্রয়োজন ফরমাল লুক।
এমনই এক অফিস হেয়ার স্টাইল হচ্ছে স্লিক ভিক্সেন হেয়ার স্টাইল। চলুন দেখে নিই, কীভাবে এই হেয়ার স্টাইলটি করা যায়-
১। প্রথমে চুল ভালভাবে আঁচড়ে নিন। দরকার হলে কিছুটা স্ট্রেইট করে নিন। তারপর ডানপাশের কানের উপর থেকে চুল নিয়ে আলাদা করে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে ববিপিন দিয়ে আটকে নিন।
২। এবার বামপাশের কানের উপর থেকে চুলগুলো টেনে ৩ নাম্বার ছবির মত করে টুইস্ট করুন। টুইস্ট করা চুল দিয়ে এবার একটি পনিটেইল করুন।
৩। তারপর দুই কানের নিচের অবশিষ্ট চুল টেনে পনিটেইলের উপরে ৫ নাম্বার ছবির মত করে পেঁচিয়ে নিন। পেঁচিয়ে পনিটেইল করে পিন দিয়ে আটকে নিন।
ব্যাস হয়ে গেলো ফরমাল লুকের অফিস হেয়ার স্টাইল।
এই স্লিক ভিক্সেন পনিটেইল হেয়ার স্টাইলটি করার সময় চুল টেনে টেনে করতে করতে হয়। তাই বলে খুব বেশি টেনে করবেন না। এতে চুলের ক্ষতি হতে পারে এবং চুলের গোড়া ব্যাথা হয়ে যেতে পারে।
লিখেছেন- নীল