Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

গরম গরম ভাতের সাথে দারুণ সুস্বাদু শৈল মাছের পাতুরি!

$
0
0

আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রাম-বাংলার খুব সাধারণ অথচ দারুণ সুস্বাদু শৈল মাছের পাতুরি। কার কার পছন্দ? গরম গরম ভাত বা খিচুরির সাথে পরিবেশন করতে পারেন। চলুন শিখে নিই , শৈল মাছের পাতুরির পুরো প্রণালী।

উপকরণ 

  •  শৈল মাছ ছোট ছোট টুকরা করা
  • পেয়াজ বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১/২ চা চামচ
  • সাদা সর্ষে বাটা ১ টেবিল চামচ
  • কাচা মরিচ বাটা ১ চা চামচ
  • আস্ত কাচা মরিচ ৫/৬ টি
  • হলুদ গুড়া ১/২ চা চামচ
  • লবন স্বাধমত
  • সরিষার তেল ৩ টেবিল চামচ

প্রণালী 

মাছের সঙ্গে সব মশলা মাখিয়ে ২০ মিনিট রেখে দিন। মাখানো মাছ কলাপাতায় সুতো দিয়ে বেধে একটি গরম পানে হালকা তেল দিয়ে পাতার ২ পাশ ভালোভাবে পুড়ে গেলে মানিয়ে নিয়ে হবে। ব্যস, ঝটপট হয়ে গেল শৈল মাছের পাতুরি। এবার  গরম গরম পরিবেশন করুন ।

ছবি ও রেসিপি - রান্না কথন


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles