Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ক্লথপিন দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ক্যান্ডেল হোল্ডার

$
0
0

 

ঘরের ব্যবহৃত টুকিটাকি প্রয়োজনের বেশি থেকে যায় অনেক সময়। সেই বাড়তি জিনিসগুলো ফেলে না রেখে ঘর সাজাতে ব্যবহার করে ফেলুন। যেমন- কাঠের ক্লথপিন দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন ক্যান্ডেল হোল্ডার! দেখে কঠিন লাগলেও আশা করি খুব কম সময় আর কম পরিশ্রমে বানিয়ে ফেলতে পারবেন এই ক্যান্ডেল হোল্ডার । চলুন ঝটপট দেখে নিই কিভাবে বানাবেন এই ক্যান্ডেল হোল্ডার-

 

যা যা লাগবে-

  • কাঠের ক্লথপিন
  • মোম
  • আঠা

প্রস্তুত প্রণালী-

  • প্রথমে ক্লথপিনগুলো খুলে নিন।

 candle holder 1candle holder 2

  • এবার ক্লথপিনের তিনটা করে অংশ নিয়ে তিনকোণা ভাবে নিচের ছবির মতো করে আঠার সাহায্যে আটকে নিন। এভাবে সাতটি ট্রায়েঙ্গেল বানিয়ে ফেলুন।

 candle holder 3

  • এবার দুইটি বাদে বাকি সব ট্রায়েঙ্গেল একটির উপর আরেকটা নিচের ছবির মতো করে আটকিয়ে দিন।

 candle holder 4

  • বাকি একটিতে ছোট কাঠের টুকরা আটকিয়ে দিন, যেন মোম রাখা যায়। নিচের ছবির মতো করে তৈরি করুন।

  candle holder 5candle holder 6

  • এরপর সেটা বাকিগুলোর নিচে আটকিয়ে দিন। ব্যাস,  তৈরি হয়ে গেলো ক্যান্ডেল হোল্ডার!

লিখেছেন – সোহানা মোরশেদ


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles