এই গরমে মেকাপ গলে যাওয়ার ভয় তো থাকেই। দিন দিন টেম্পারেচার বেড়েই যাচ্ছে। তবে এই গরমে মেকাপ কীভাবে লং-লাস্টিং করা যায় সেই উপায় বলে দিচ্ছেন আমাদের সবার প্রিয় মেকাপ আর্টিস্ট নিলয় ফারহানা। তবে চলুন দেখে নিই, সামার সোয়েট প্রুফ মেকাপ টিউটোরিয়ালটি।
মেকাপ টিউটোরিয়ালে উল্লেখ করা প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
ছবি – শিরি ফারহানা