বন্ধুরা সবাই কেমন আছেন? নতুন বছরের অনেক শুভেচ্ছা সকলকেই। খুব গরম পড়েছে। আর এই গরমেও কীভাবে থাকবেন সুন্দর ও সতেজ। নির্জীবতাকে দূরে রেখে সামারেও থাকুন উজ্জল। প্রতিদিন বাইরে সকলকেই যেতে হয়।ভার্সিটি , অফিস তার সাথে পার্টি লেগেই থাকে তাই না। এই গরমে সেজে উঠুন একটু অন্যভাবে। গরমেও থাকুন ফ্যাশন্যাবল ।
আমরা সাকলেই গরমে সাদা রং-এর জামাকাপড় পরতে ভালোবাসি। কিন্তু শুধু সাদা কেন,পড়ুন একুয়া ব্লু, সি-গ্রীন, লেমন ইয়োলো, অরেঞ্জ, বেবিপিঙ্ক, রয়াল-ব্লু, বেজ, রাস্ট রং এর পোশাক। যে-রংগুলো আপনাকে করে তুলবে সকলের একেবারে আলাদা এক কথাই অফবিট।
ফ্লোরাল প্রিন্ট, কলমকারি, চেকস, রাখুন সামার লুকের অ্যাটেয়ারে। গরমের দিনগুলোতে ট্রাই করুন লুজফিটিং জামা । যেমন পালাজো,পাটিয়ালা, আনারকলি এই ধরনের পোশাকে অনেক আরাম পাবেন।
গরমে কালেকশনে রাখুন সাদা শালোয়ার কামিজ। অনেক ধরণের প্রিন্টেড পাটিয়ালা সাথে এক কালারের জামা দেখতে অনেক কুল লাগে ।আউটফিট মিস্ক অ্যান্ড ম্যাচ করে পরলে অনেকরকম ভেরিয়েশন আনা যাই। প্রিন্টেড ব্লাউজের সঙ্গে হালকা সিফন শাড়িতেও আপনি হয়ে উঠতে পারেন নজরকারা ও গ্ল্যামারাস । হাল্কা রং-এর শিফন দিনের বেলাতে সুন্দর লাগে। রাতের সময় ব্রাইট কালার গর্জিয়াস লাগে।যারা জিন্স পড়তে পছন্দ করেন, গরমে পড়ুন সাদা জিন্স। জিন্সের বদলে জেগিংস অথবা কেপ্রি , নি-লেনথ এখন হালফ্যাশন। তবে এটা মনে রাখতে হবে আপনি যা পোশাক পরবেন সেটা হতে হবে কমফোর্টেবল। সবসময় নিজেকে পজিটিভ রাখুন। পজিটিভ অ্যাটিটিউড আপনার কনফিডেন্স বাড়াবে।
দুপুরের সময় আবশ্যই ফুলস্লিভ জামা পরার চেষ্টা করুন। যাতে আপনার সুন্দর হাতদুটিকে প্রখর তাপ থেকে রক্ষা করা যাই। তবে সান্ধ্য উৎসবে স্লিভলেস পোশাক অনেক আকর্ষণীয় লাগে দেখতে। গরমের দিনে সুতি কিংবা খাদি , লিনেন, হ্যান্ডলুম কাপড় খুব আরামদায়ক।
শাড়ি সবসময় বাঙালি মেয়েদের সৌন্দযমাত্রা অনেকখানি বাড়িয়ে দেয়। গরমের দিনে কটনের শাড়ি খুব আরামের। কোন দাওয়াতে আবশ্যই মসলিন ঢাকাই কিংবা রাজশাহি ঢাকাই অথবা জামদানি ঢাকাই পরলে ট্র্যাডিশনাল সাজে আপনি হয়ে উঠবেন ক্লাসিক।তার সঙ্গে চুলে লাগান তাজা জুঁই বা বেলি ফুল। দুপুরের সাজ রাখুন হালকা। কাজল এর সাথে হাল্কা লিপস্টিক। রাতের পাটিতে নীল অথবা সবুজ কাজলে হয়ে উঠুন মোহময়ী।
দিনের বেলাতে সানস্ক্রিন লাগতে ভুলবেন না। যাদের ওয়েলি স্কিন তারা সানস্ক্রিন পাওডার ব্যবহার করতে পারেন। লিপবামেও অবশ্যই এস-পি-এফ আছে কিনা দেখে নিন।
আজকাল ক্যাজুয়াল খুব ফ্যাশন্যাবল। জিন্স ও কালারফুল টপ তার সাথে সামারে জুড়ে দিন বেসবল কেপ। স্মার্ট দেখায়। আর যদি ড্রেস পরেন তার সাথে সান-হেট এ্যলিগেন্ট লুক দেয়। গরমে ম্যাক্সিড্রেস পরলে দেখতে সবার মধ্যে লাগবে একেবারে অন্যরকম। পড়ন্ত বিকেলে স্টাইলিশ লুক পেতে বেছে নিন Haute maxidress।
মেক-আপ অবশ্যই ওয়াটার বেস করা দরকার। যাতে অসহ্য গরমে ঘেমে গেলেও মেক-আপ গলে না যাই। কেকিভাব লাগে না। সাজ হতে হবে আপনার পার্সনালিটির সঙ্গে মানানসই। মেক-আপ এবং ড্রেসআপের পাশাপাশি শরীর এর যত্ন নিতে হবে। সপ্তাহে তিনদিন ট্যানরিমুভাল ফেসপ্যাক ব্যবহার করুন।
অতিরিক্ত গরম শরীরকে ক্লান্ত করে দেয়। প্রচুর পানি খেতে হবে। নানা রকমের শরবত খেতে পারেন। সুস্থ থাকুন। নিজের যত্ন নিন। সুন্দর ও ফিট থাকুন। এবং অবশ্যই কাজের মাঝে একটু রিল্যাক্স করুন। এবার গরমে আপনিই হবেন ফ্যাশনিস্টা।
ছবি এবং লিখেছেন – পারমিতা রয়