সচরাচর আমরা কমবেশি সবাই বেণী করে থাকি। কিন্তু এই বেনীকেই যদি ফ্লাওয়ার আকার দেয়া যায় তাহলে তা খুবই আকর্ষণীয় হেয়ার স্টাইলে পরিবর্তিত হয়। রোসেট ফ্লাওয়ার ব্রেইড এমনই একটি হেয়ার স্টাইল।
যা লাগবে
- হেয়ার ব্রাশ
- হেয়ার ব্যান্ড/ইলাস্টিক
- পিন
ধাপসমূহ
- চুল শ্যাম্পু ও কন্ডিশনিং করে ভালোভাবে হেয়ার ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে হবে, যাতে কোন গিঁট না থাকে। এবার চুলের একপাশে দিয়ে একটি বেণী করতে হবে।
- বেণীটিকে হালকা টেনে একটু ফুলিয়ে নিতে হবে। বেনীটি করা হয়ে গেলে ইলাস্টিক দিয়ে আটকে দিতে হবে। এবার ছবিতে দেখানো ভাবে ঘুরিয়ে এটিকে ফুলের আকৃতিতে আনতে হবে।
- ফুলের আকৃতি করা হয়ে গেলে প্রয়োজনীয় পিন দিয়ে আটকে দিতে হবে। খুব সহজেই হয়ে গেল সুন্দর একটি স্টাইল।
ছবি – জাস্টবেবেক্সো.কম
লিখেছেন – সারাহ