Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

এই গরমে আরামদায়ক বৈশাখী ফ্লাওয়ার পেটাল হেয়ারস্টাইল

$
0
0

 সাজগোজের বন্ধুরা পহেলা বৈশাখ উদযাপনে নেমে গেছ নিশ্চয়ই?  উৎসবমুখর পরিবেশে আমরা নিজেকে উপস্থাপন করতে চাই নতুন কোন স্টাইলে, আর তা যদি হয় চুলের তাহলে তো কথাই নেই। চুল আমাদের ব্যক্তিত্বের পরিচায়ক। তাই চুলের জন্য চাই নতুন কোন স্টাইল। কিন্তু এই বাইরে এত তীব্র গরমে চাই এমন একটি হেয়ার স্টাইল যা স্টাইলের সাথে সাথে স্বস্তিও এনে দিবে। এমন এক হেয়ার-স্টাইল হল, ফ্লাওয়ার পেটাল হেয়ারস্টাইল। এটিতে আপনাকে দেখাবে অত্যন্ত পরিপাটি ও মার্জিত।

যা যা লাগবে

১. হেয়ার ইলাস্টিক

২. ফ্লাওয়ার অরনামেন্টস

৩. ববি পিন

৪. হেয়ার ব্রাশ

পদ্ধতি

  • চুল ভালোভাবে ব্রাশ করে নিয়ে উপর ও নিচ দুটি অংশে ভাগ করে নিতে হবে, এবার দুটি অংশ ইলাস্টিক দিয়ে পনিটেইল (ঝুঁটি) করে বেধে নিতে হবে।

hair 1

  • এবার উপরের পনিটেইলকে চারটি ভাগে ভাগ করা লাগবে। উপরের ভাগটি ফুলের পাপড়ির আকারে ইলাস্টিকের ভিতরে ঢুকিয়ে দিতে হবে।

hair 2

  • একই ভাবে ভাগ করে বাকি তিনটি পেটাল সেইপ করে বেধে ফেলতে হবে। চুলের লম্বা ও ঘনত্বের উপর নির্ভর করে ৪/৫ পেটাল হবে।

hair 3 hair 4

  • একই ভাবে নিচের পনিটেইলটি করে নিতে হবে।

hair5hair 5

  • চুল ঠিক রাখতে প্রয়োজনীয় ববি পিন দিয়ে চুল আঁটকে দিতে হবে। এবার ফ্লাওয়ার অরনামেন্টস লাগিয়ে চুলের স্টাইলটিকে করে নিন আরো আকর্ষণীয়।

লিখেছেন – সারাহ

ছবি –  আইক্রিয়েটিভয়াইডিয়াস.কম


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles