পহেলা বৈশাখে সব প্রস্তুতি তো নেয়া শেষ তাই না? শাড়ি, চুড়ি, মেকাপ এমন কি গরমে কীভাবে বৈশাখ উদযাপন করবেন এ নিয়েও তো কম কথা হয় নি। কিন্তু এবারের বৈশাখের প্রথম দিন উদযাপনে নরপিচাশদের হাত থেকে নিজেদের রক্ষাও যে করতে হবে তা ভুলে যাই কি করে! হ্যাঁ বন্ধুরা, মেকাপ কিট তো আমাদের সাথে থাকেই। ব্যাগে সাজুগুজু জিনিসের সাথে আত্মরক্ষার কিছু জিনিস যে না রাখলেই নয়। এবারে পহেলা বৈশাখে এমন প্রস্তুতি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে একটু মজার ভঙ্গিতে বলার চেষ্টা করেছেন বিউটি এক্সপার্ট ওয়াসিফা আহমদ হাসান।
ছবি ও টিউটোরিয়াল – ওয়াসিফা আহমদ হাসান