পহেলা বৈশাখের প্রস্তুতি নিশ্চয়ই ইতোমধ্যেই নেয়া শেষ! এই বিশেষ দিনটিতে চাই শাড়ির আর আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি মেকাপ লুক। পহেলা বৈশাখের কথা মাথায় রেখে আমাদের সবার প্রিয় মেকপ স্পেশালিষ্ট শাহ্নাজ শিমূল সাজগোজের বন্ধুদের জন্য নিয়ে এসেছে বৈশাখী মেকাপ টিউটোরিয়াল। তবে চলো বন্ধুরা দেখে নিই, কীভাবে এই বৈশাখী মেকাপ লুকটি করা যায়।
মেকাপ টিউটোরিয়ালে উল্লেখ করা প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
টিউটোরিয়াল এবং ছবি: শাহ্নাজ শিমুল রহমান