Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

বৈশাখে নানান পদের ভর্তা ও টক (পর্ব ৪)

$
0
0

আর  ক’দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখ এ মেনুতে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম !এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি , বৈশাখ মানে শুধু পান্তা ইলিশ মাছ নয় , বৈশাখের খাবারগুলোতে আপামর গ্রামবাংলার খুব সাধারণ দেখানো খাবারগুলোর অসাধারণ স্বাদ খুঁজে পাওয়া যায় এই ভেবেই রেসিপিগুলো দেয়া। অনেকগুলো ভর্তা এবং টকের  আইটেম একসাথে দেয়া সম্ভব নয় বলে পর্ব আকারে দেয়া হল। মজার মজার ভর্তার আইটেম টুকে  রাখতে চোখ রাখুন সাজগোজের পেজে। আশা করি আপনাদের ভাল লাগবে।

ঝাল পেয়াজ মরিচের ভর্তা

12376867_1699404680298626_1646124940994604949_n

উপকরণ

  • পেয়াজ কুচি ১ কাপ
  • শুকনা মরিচ ভেজে গুরা করা ২ চা চামচ( কম বেশি করা যাবে )
  • লবন স্বাদমত
  • সরিষার তেল 

যেভাবে তৈরি করবেন 

প্রথমে পেয়াজ কুচিটা একটা প্যান এ বা তাওয়া তে হাল্কা ভেজে নিবেন।এতে পেয়াজ এর কাঁচা ভাবটা চলে যাবে। এবার একটা বাটিতে এই ভাজা পেয়াজ শুকনা মরিচ ভেজে গুরা করা ২ চা চামচ লবন স্বাদমত সরিষার তেল দিয়ে খুব ভাল ভাবে মেখে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন ।

কাঁচা আম দিয়ে ডাল

dal

যেভাবে তৈরি করবেন

হাড়িতে ডাল পানি,অল্প হলুদ আর লবন দিয়ে শিদ্ধ দিন।ডাল একটু ঘন হলে এলে বাটা পেয়াজ রশুন দিন। ফুটে উঠলে ঘুঁটনি দিয়ে ঘুটে নিন।এবার পাতলা ডাল এর জন্য আর ও পানি দিয়ে জাল দিতে হবে, ঠিক নামানর ১৫ মিনিট আগে কাচা আম এর টুকরা গুলি দিয়ে দিবেন। আগে দিলে আম গলে গিয়ে বেশি টক হয়ে যেতে পারে।ধনে পাতা কুচি ছিটিয়ে দিন আর পেয়াজ লাল করে ভেজে ফোড়ন দিন 

টক ঝাল টমেটোর টক 

72354_1700470533525374_2217591317225836306_n

যেভাবে তৈরি করবেন 

টমেটো হাফ করে কেটে প্যান এ একদম অল্প তেল দিয়ে বশিয়ে দিন।টমেটো নরম হয়ে গলে গেলে বেশি করে গরম পানি দিয়ে জাল এ বশিয়ে দিন।টমেটো গলে ঝোলের সাথে মিশে গেলে লবন স্বাদ মত দিয়ে দিন। অন্ন একটা প্যান এ তেল গরম করে রশুন কুচি আর শুকনা মরিচ দিয়ে টমাটোর ঝোল এ ফোড়ন দিন।ব্যাস হয়ে গেল ইজি টমেটোর টক !

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

বৈশাখে নানান  পদের ভর্তা (পর্ব ১)

বৈশাখে নানান পদের ভর্তা (পর্ব ২)


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles