অনেকেই কার্ড বানানোটা খুব ঝামেলার মনে করেন। তাই তারা চাইলেই খুব সহজে এই পপ আপ কার্ডটি বিভিন্ন ভাবে বানাতে পারেন। তাই চলুন শিখে নিই, কীভাবে বানাবেন এই পপ আপ কার্ড-
যা যা লাগবে-
- কারডোক্স পেপার
- স্কেল
- পেন্সিল
- কালার পেপার
- কাঁচি
কীভাবে বানাবেন-
- প্রথমে একটি সাদা কাগজ এবং একটি অন্য রঙের কাগজ কার্ডের মতো করে কেটে নিন। সাদা কাগজটি রঙিন কাগজটির থেকে একটু বড় করে কাটবেন। কারণ সাদা কাগজটি কার্ডের কভার বানানো হবে।
- এখন নিচের ছবিটির মতো করে অন্য রঙের কাগজটি দাগ কেটে নিন।
- এবার নিচের ছবিটির মতো করে কেটে নিন।
- কাটা অংশগুলো ভেতরের দিকে হাল্কা ভাঁজ করে নিন।
- এবার নিচের ছবির মতো করে রঙিন কাগজ দিয়ে সাজিয়ে নিন এবং সাদা কাগজটির উপর আটকে দিন।
- শেষে বাতাসে শুকাতে দিন।
দেখলেন তো, কতো সহজে তৈরি হয়ে গেলো এই সুন্দর পপ আপ কার্ডটি! এভাবে আরও অনেক ডিজাইনে বানাতে পারেন পপ আপ কার্ড।নিচে কিছু ছবি দেয়া হল;
লিখেছেন – সোহানা মোরশেদ