Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

নিজেই বানিয়ে ফেলুন পপ আপ কার্ড!

$
0
0

অনেকেই কার্ড বানানোটা খুব ঝামেলার মনে করেন। তাই তারা চাইলেই খুব সহজে এই পপ আপ কার্ডটি বিভিন্ন ভাবে বানাতে পারেন। তাই চলুন শিখে নিই, কীভাবে বানাবেন এই পপ আপ কার্ড-

যা যা লাগবে-

  • কারডোক্স পেপার
  • স্কেল
  • পেন্সিল
  • কালার পেপার
  • কাঁচি

pop up card

কীভাবে বানাবেন-

  • প্রথমে একটি সাদা কাগজ এবং একটি অন্য রঙের কাগজ কার্ডের মতো করে কেটে নিন। সাদা কাগজটি রঙিন কাগজটির থেকে একটু বড় করে কাটবেন। কারণ সাদা কাগজটি কার্ডের কভার বানানো হবে।

pop up card 2

  • এখন নিচের ছবিটির মতো করে অন্য রঙের কাগজটি দাগ কেটে নিন।

pop up card 3

  • এবার নিচের ছবিটির মতো করে কেটে নিন।
  • কাটা অংশগুলো ভেতরের দিকে হাল্কা ভাঁজ করে নিন।

pop up card 4

  • এবার নিচের ছবির মতো করে রঙিন কাগজ দিয়ে সাজিয়ে নিন এবং সাদা কাগজটির উপর আটকে দিন।

pop up card 5pop up card 6

  • শেষে বাতাসে শুকাতে দিন।

pop up card 7

দেখলেন তো, কতো সহজে তৈরি হয়ে গেলো এই সুন্দর পপ আপ কার্ডটি! এভাবে আরও অনেক ডিজাইনে বানাতে পারেন পপ আপ কার্ড।নিচে কিছু ছবি দেয়া হল;

pop up card 8.png pop up card 9.png pop up card 10.png pop up card 11.png

লিখেছেন – সোহানা মোরশেদ


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles