মেকাপ করলে আইব্রাও করা অত্যন্ত জরুরী। আর এই আইব্রাও করা নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই। যেমন – কীভাবে আইব্রাও শেড সিলেক্ট করব? কীভাবে আইব্রাও ঘন হবে? কীভাবে নিজের আইব্রাও প্রোডাক্ট বানাবেন? কীভাবে আঁকবেন আইব্রাও? ইত্যাদি ইত্যাদি। তবে সুখবর হল, সাজগোজের বন্ধুদের জন্য আমাদের সবার প্রিয় মেকাপ আর্টিস্ট নিলয় ফারহানা এসব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে গেছেন। তবে চলুন দেখে নেয়া যাক, নিলয় ফারহানার আইব্রাও টিউটোরিয়ালটি।
ছবি: শিরি ফারহানা