কিছুদিন আগেই হিমহিম শীত শেষে ফাল্গুন নিয়ে এলো আনন্দের জোয়ার। প্রতি বছরেই আমরা বেশ ঘনঘটা করেই বসন্তকে বরণ করে নিই। বসন্ত মানেই চারদিকে ফুলের মেলা। সৃস্টিকর্তা এক অসীম সৌন্দর্য দান করেন এই সময় প্রকৃতিকে। এই সময় নিজের বাসাকেও সাজিয়ে নিতে পারেন বসন্তের আমেজে।
প্রথমেই আসা যাক বেডরুমের কথায়, বেডরুমে বিছানার চাদর ও পর্দায় কালারফুল কম্বিনেশন নিয়ে আসতে পারেন।
পর্দার সাথে বিছানার চাদরের সমন্বয় করতে চাইলে চাদরের রং পর্দার রংয়ের চেয়ে এক শেড গাঢ় রং নিলে ভাল দেখাবে।
ঘরে বসন্তের আমেজ আনতে নিয়ে আসতে পারেন ফুলদানী। এতে হলুদ ও লাল রঙয়ের ফুল রাখলে বেশ মানাবে।
বসার ঘরে রাখতে পারেন নানা রকম ক্যান্ডেল। বসন্তের সাথে মানিয়ে ফুলের শেপের ক্যান্ডেল হলে সুন্দর দেখাবে।
বেডরুম ও ড্রয়িংরুম এর কুশনেও দিতে পারেন রঙয়ের ছোঁয়া।
লিখেছেন – সারা