সবাই নিশ্চয়ই ভ্যালেন্টাইন ডের প্রস্তুতি নিচ্ছেন! ভ্যালেন্টাইন ডে’টি কিন্তু কেবল কপোতকপতির জন্য এমনটা ভাবার কোন কারণ নেই। পরিবারের সদস্যদের নিয়েও ভ্যালেন্টাইন ডে যে উদযাপন করা যায় তা আমরা ভুলেই যাই। আজকে এমনই এক লুক নিয়ে আমাদের সবার প্রিয় মেকাপ স্পেশালিষ্ট নিলয় ফারহানা উপস্থিত হয়েছেন। তবে বাড়তি পাওনা হল এই মেকাপ টিউটোরিয়ালের মাধ্যমে কীভাবে ডে মেকাপ লুককে রাতের মেকাপ লুকে পরিবর্তন করা যায় তাই দেখিয়েছেন।
প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
ছবি: শিরি ফারহানা