Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

বউয়ের সাজসজ্জা |কেমন চলছে এ বছরে ব্রাইডাল মেকআপ ট্রেন্ড?

$
0
0

বিয়ে মেয়েদের জীবনেই খুব গুরুত্বপূর্ণ একটি দিন। নিজেকে এই দিন সেরা সাজে দেখতে চান কনে। তাই বিয়ের মেকআপ নিয়ে সবারই নানা রকম পরিকল্পনা করা থাকে। প্রতি বছরই বিয়ের সাজের ক্ষেত্রে আসে নতুন নতুন ট্রেন্ড। এক এক কনে নিজেকে একেক রকমভাবে দেখতে পছন্দ করেন। সব মেকআপ সবাইকে ভালোভাবে মানায়ও না। তাই নিজেদের কমফোর্ট আর আউটফিটের সাথে মিলিয়ে চিন্তা ভাবনা করে বেস্ট মেকআপ লুক নিতে চান সবাই। বউয়ের সাজসজ্জা বা রিসেন্ট ব্রাইডাল মেকআপ ট্রেন্ড নিয়েই আজকের ফিচার।

সাজসজ্জার বিষয়টি একদমই পার্সোনাল, যেমন কেউ একদম সিম্পল লুকেই কমফোর্টেবল, আবার অনেকে চান জাঁকজমক সাজ। বেশির কনেরা চায় ট্রেন্ড ফলো করতে। এক সময়ে চুল ফুলিয়ে বাধা ছিলো ট্রেন্ড, আর এখন একদম স্লিক হেয়ারস্টাইল বা মাঝখানে সিঁথি করে টেনে বাধার চল। সাজের ধারায় এভাবে আসে পরিবর্তন। আজ কয়েক ধরনের ব্রাইডাল লুক নিয়ে কথা বলবো, বিয়ের সাজের ধারণা নিতে পারেন এই ফিচার থেকে।

বউয়ের সাজসজ্জা

ট্র্যাডিশনাল রেড ব্রাইডাল লুক

বিয়েতে লাল শাড়ি বাঙালির সংস্কৃতি। লাল রঙে ভালোবাসা ও শক্তি প্রকাশ পায়। ন্যাচারাল আর মিনিমাল লুক হালে জনপ্রিয়তা পেলেও একেবারেই কমে যায়নি টুকটুকে লাল বউ সাজের আবেদন। টুকটুকে লাল শাড়ির সাথে সোনালি গয়না, লাল টিপ, আলতা বা মেহেদি পরা হাতের আবেদন সব সময়ই ছিল এবং থাকবে; এই ঐতিহ্য কখনো ম্লান হবে না। ঘরোয়া আয়োজনের আকদে কিংবা বিয়েতে এই ধরনের লুক দারুণ মানিয়ে যাবে।

হলিউড ইন্সপায়ার্ড ন্যুড গ্ল্যাম লুক

সংস্কৃতি একটি বিশ্বজনীন ব্যাপার। বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি তার বিশেষত্ব দেখায়। অনেক কনেরাই তাদের পছন্দের ওয়েস্টার্ন সেলিব্রেটিদের মাথায় রেখে সাজতে চান। ওয়েস্টার্ন ওয়েডিংয়ে সাধারণত মূল থিম থাকে সাদা রঙের আউটফিট আর গ্ল্যামারাস ন্যুড মেকআপ লুক। এখন অনেকে সাদা, অফ হোয়াইট বা সাদার খুব কাছাকাছি রং প্রাধান্য পাচ্ছে আর লেহেঙ্গা অথবা গাউন স্টাইল, টিস্যু শাড়ি পোশাক হিসেবে কনেদের চয়েস এর প্রথম দিকে থাকছে। মেকআপ এর ক্ষেত্রে ঠোঁটে ন্যুড লিপস্টিক, গ্লস এবং চোখে স্মোকি লুক প্রাধান্য পাচ্ছে। এ ধরনের আউটফিটের সাথে সাধারণত সিলভার প্লেটেড অথবা ডায়মন্ড কাট এর গহনা কনেরা বেছে নিচ্ছেন। জুয়েলারি মিনিমাল রেখে ফ্ললেস মেকআপ বেইজের দিকে ফোকাস দেওয়া হচ্ছে।

রোমান্টিক সফট গ্ল্যাম লুক

বিয়ে, রিসেপশন অথবা ওয়েডিং ফটোশুটে এই লুককে বেছে নিচ্ছেন অনেকেই। এই লুকে সাধারণত কালারফুল শাড়ি অথবা লেহেঙ্গা, কাজল কালো চোখ এবং লাল বা ব্রাউন লিপস্টিক, তার সাথে টিকলি, ঝাপটা, সীতাহার, ঝুমকা, চুড়ি এই টাইপের গয়না থাকে। খোঁপার সাথে ফুলের ব্যবহারও বেশ ভালো লাগে। এটি গ্ল্যামারাস ব্রাইডাল লুকের চেয়ে একটু ক্যাজুয়াল আর সফট হয়ে থাকে। আই মেকআপেও সফট গ্ল্যাম ভাইব থাকে। কনেরা সাধারণত প্রি ওয়েডিং ফটোশ্যুট, পোস্ট ওয়েডিং ফটোশ্যুট অথবা রিসেপশনে এ ধরনের সাজ নিয়ে থাকেন।

গর্জিয়াস ড্রামাটিক লুক

এই ধরনের মেকআপ লুক কিছুটা বোল্ড, গ্ল্যামারাসভাবে নিজেকে প্রেজেন্ট করাই আসল উদ্দেশ্য। টুকটুকে লাল অথবা খয়েরি বেনারসি কাতান শাড়ি, অথবা বড় ঘেরের লেহেঙ্গা, তার সাথে খোঁপা, ড্রামাটিক আইলুক আর ভারি ল্যাশ, চেহারায় একদম পারফেক্ট ফুল কভারেজ মেকআপ, হাইলাইটার, টানা আইব্রো, সেই সাথে বোল্ড রেড বা মেরুন লিপস্টিকে নজর কাড়া হয় এ ধরনের ব্রাইডাল লুক। লাল টুকটুকে মিষ্টি বউসাজের থেকে এই ভারি সাজ কিছুটা ভিন্ন হয়ে থাকে। নিজেকে সবার চাইতে অনন্য হিসেবে প্রকাশ করতে অনেক কনেরাই বেছে নেন এই ড্রামাটিক গর্জিয়াস লুক। তবে এই বছর এই ধরনের ভারি মেকআপের চল কিছুটা কমে এসেছে।

বলিউড পিংক মিনিমাল ব্রাইডাল লুক

এই লুকের ট্রেন্ড বেশ কয়েক বছর ধরেই প্রায় মিডিয়া দখল করে নিয়েছে বলা যায়। কিয়ারা আদভানি, পরিনীতি চোপড়া, আলিয়া ভাট থেকে শুরু করে হালের ক্রেজ সদ্য বিবাহিতা অদিতি রাও হায়দারিও এই পথেই হেঁটেছেন। হালকা গোলাপি বা বেইজ, অফ হোয়াইট, এই ধরনের খুব হালকা রঙের পোশাকের সাথে একদম ছিমছাম বা নো মেকআপ মেকআপ লুকে বিয়ের পিঁড়িতে বসেছেন তারা। লিপস্টিকের রঙেও থাকছে না টকটকে লাল বা কড়া কোনো রং। বরং পীচ, হালকা গোলাপি, কোরাল অথবা প্লেইন গ্লস এক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে। সাথে ব্লাশ তো থাকছেই!

বিয়ের দিনটি খুবই স্পেশাল যেহেতু, তাই এই দিনের সাজসজ্জায় কোনো কমতি রাখা যায় না! সাজের যেই ধারাই ফলো করুন না কেন, আভিজাত্যের বিষয়টি যেন হারিয়ে না যায়। এই বছরের ট্রেন্ড বা বউয়ের সাজসজ্জা নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, হবু কনেদের জন্য আর্টিকেলটি হেল্পফুল ছিলো।

ছবি- সাজগোজ, shaadiwish.com, idiva.com
লেখা- মৌ মনি পুষ্প

The post বউয়ের সাজসজ্জা | কেমন চলছে এ বছরে ব্রাইডাল মেকআপ ট্রেন্ড? appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles