Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ফোমি শাওয়ার এক্সপেরিয়েন্স এর জন্য পারফেক্ট বডি ওয়াশ!

$
0
0

আমাদের একেকজনের ত্বক একেক রকম। মজার ব্যাপার হলো, যার ত্বক যেমনই হোক সবার ক্ষেত্রেই বডি ওয়াশ বেশ ভালোভাবে স্যুট করে। সাধারণ ক্ষারযুক্ত সাবানের থেকে বডি ওয়াশের মূল পার্থক্যটা থাকে পিএইচ লেভেলে ও প্রোডাক্ট ফর্মুলেশনে। বডি ওয়াশ আমাদের শরীরের ত্বক পরিষ্কারের পাশাপাশি ত্বককে হেলদি ও স্মুথ রাখতে সাহায্য করে। প্রোপার ফোমি শাওয়ার এক্সপেরিয়েন্স দেয়, এমন বডি ওয়াশ অনেকেই পছন্দ করে থাকেন। এছাড়া সারাদিনের ব্যস্ততার পর একটি ভালো শাওয়ার এক্সপেরিয়েন্স মানসিক স্ট্রেস কমাতে হেল্প করে এবং মনকে রাখে প্রফুল্ল।

সব ধরনের ত্বকের জন্যই কি মানানসই?

সাধারণত আমাদের ত্বকে সিবাম বা ন্যাচারাল অয়েল থাকে, যা ত্বকের শুষ্কতা রোধ করে। ক্ষারযুক্ত সাবান বেশি পরিমাণে ব্যবহারের ফলে দিনে দিনে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে। ড্রাই স্কিন মানেই তাতে পর্যাপ্ত সিবাম নেই এবং সিবাম উৎপাদিত হয়ও কম। তাই ত্বক স্বাভাবিকভাবেই কম ময়েশ্চারাইজ থাকে এবং আর্দ্রতার ভারসাম্য বজায় রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে শুধু ময়েশ্চারাইজার ব্যবহারই শেষ কথা নয়। কারণ শাওয়ারে যদি আপনি ক্ষারযুক্ত সাবান বা বডি ওয়াশ ব্যবহার করেন, তাহলে ত্বকের শুষ্কতা দূর হবে না। তাই এক্ষেত্রে বেছে নিতে পারেন এমন বডি ওয়াশ, যা জেন্টলি ত্বক পরিষ্কার করবে কিন্তু অতিরিক্ত রুক্ষ করে দিবে না।

অয়েলি স্কিনে স্বাভাবিকভাবে বেশি সিবাম উৎপন্ন হয়। এ ধরনের ত্বক গরমকালে আরও বেশি চিটচিটে হয়ে যায়। বাইরের ধুলো-ময়লা ও জীবাণু ত্বকে সহজে আটকে যায়। সারাদিন পর একটি রিফ্রেশিং শাওয়ারের বিকল্প নেই, তাই না? তৈলাক্ত ত্বক সুরক্ষিত রাখতে ফোমি শাওয়ার সহজ একটি সমাধান। এতে ত্বকে আটকে থাকা ময়লা-জীবাণু সবচেয়ে কার্যকরভাবে দূর হয়।

বাজেটের মধ্যেই পারফেক্ট বডি ওয়াশ

অনেকের ত্বক আবার বেশ সেনসিটিভ হয়ে থাকে। এই ধরনের ত্বকে ডাস্ট থেকে ব্রণ বা অন্য স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। গরমের সময় বেশি সতর্ক থাকা জরুরি। ঘামে জীবাণুর সংক্রমণও বেড়ে যেতে পারে। তাই এই ধরনের ত্বকে গোসলের সময় ফোমি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে এমন জেন্টল বডি ওয়াশ ব্যবহার করাই ভালো হবে।

একজিমাপ্রন ত্বকও শুষ্ক ত্বকের মতো পর্যাপ্ত সিবাম তৈরি করতে পারে না, ত্বকের আর্দ্রতা দ্রুত হারিয়ে যায়। তাই এই ধরনের ত্বকের জন্য ভালো ময়েশ্চারাইজার মাস্ট আর শাওয়ার রুটিনেও রাখা যায় এমন বডি ওয়াশ যা ত্বককে অতিরিক্ত ড্রাই না করে ভালোভাবে ত্বক পরিষ্কার করবে। আপনার স্কিন টাইপ যেমনই হোক না কেন, বডি কেয়ারে বডি ওয়াশ ব্যবহার করা একটি ভালো অপশন।

রিফ্রেশিং শাওয়ার কেন জরুরি?

গবেষণা মতে, সাধারণত ভোরে বা পড়ন্ত বিকালে গোসল করলে তা মানসিক চাপ কমাতে সাহায্য করে। সেক্ষেত্রে হালকা গরম পানিতে ফোমি শাওয়ার নিলে পেশী ও স্নায়ু খুব ভালোভাবে শিথিল হয়, যা স্ট্রেস কমাতে আরও বেশি কার্যকর। ফ্রেশ লাগলে মনটাও ভালো লাগে, তাই না? এতে রাতে ঘুমও হয় ভালো।

অবশ্যই বডি ওয়াশের ব্যবহার আগে ভালো করে জানতে হবে। সাধারণ সাবান যেভাবে আমরা গায়ে মাখি, এভাবে বডি ওয়াশ ব্যবহার করলে পারফেক্ট শাওয়ার এক্সপেরিয়েন্স পাওয়া সম্ভব হয় না। শাওয়ারে ভালো এক্সপেরিয়েন্স পেতে লুফা ব্যবহার করা উচিত। লুফাটি ভিজিয়ে নিন প্রথমেই, এতে পরিমাণমতো বডি ওয়াশ নিয়ে ভালোভাবে ফোম করে তারপর বডিতে জেন্টলি ব্যবহার করুন।

তবে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রতিদিন লুফা ব্যবহারের পর ভালো করে ধুয়ে রাখতে হবে। এবং পরবর্তী ব্যবহারের পূর্বে ভালো করে শুকিয়ে নিতে হবে। তা না হলে লুফায় ব্যাকটেরিয়া বা জীবাণু জমা হয়, যা স্কিনের জন্য যেমন ক্ষতিকর, আবার বডি ওয়াশের কর্যকারিতাও কমিয়ে দিতে পারে। তাই এই বিষয়ে হাইজিন মেনটেইন করতে ভুলবেন না! তাহলে বুঝতেই পারলেন, সেলফ কেয়ারে বডি ওয়াশ খুবই সহজ একটি সমাধান হতে পারে, যদি আপনি সঠিক নিয়মে তা ব্যবহার করেন।

Dettol Body Wash

এখন বিভিন্ন ব্র্যান্ডের বডি ওয়াশ মার্কেটে অ্যাভেইলেবল। এমন কি বডি ওয়াশের সাথে লুফা ফ্রি, এমনও পাওয়া যায় বাজারে। যেমন Dettol Body Wash এর সাথে লুফা থাকে। আর এই বডি ওয়াশের দামও খুব বেশি হয় না সাধারণত। ছোট বোতলগুলো ১০০-১৫০ টাকার মধ্যেই পাওয়া যায়। যারা এই রেঞ্জের মধ্যে ভালোমানের বডি ওয়াশ খুঁজছেন, তারা কিন্তু এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ণ মল্লিকা, ওয়ারীর র্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

লেখা ও ছবি-  Dettol Bangladesh

 

The post ফোমি শাওয়ার এক্সপেরিয়েন্স এর জন্য পারফেক্ট বডি ওয়াশ! appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles