Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার |এই শীতে রুক্ষ-শুষ্ক ত্বককে বলুন বাই বাই!

$
0
0

শীতকালে খুব স্বাভাবিকভাবেই ত্বক শুষ্ক হয়ে যায়, তাই এই সময়ে ত্বকের প্রয়োজন একটু এক্সট্রা কেয়ার। কিন্তু উইন্টার স্কিনকেয়ার রুটিনে কোন কোন প্রোডাক্টস দরকার আর কীভাবে অল্প সময়েই ত্বকের যত্ন নেওয়া যায়, সেটা অনেকেই বুঝতে পারেন না। আর চিন্তা নেই! এই শীতে রুক্ষ-শুষ্ক ত্বককে বলুন বাই বাই! আজ শেয়ার করবো অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার অ্যাসেনশিয়ালস এর লিস্ট, দেখে নিন তাহলে।

এই শীতে ত্বক থাকুক যত্নে

ঠান্ডার মধ্যে রূপচর্চা করতে আলসেমি লাগে, জানি! কিন্তু শীতকালে ফেইসে ময়েশ্চারাইজার বা ক্রিম না অ্যাপ্লাই করলে তো স্কিন একদম ড্রাই ও রাফ হয়ে যায়। আর গোসলের পর শরীরে লোশন বা অয়েল না লাগালেই নয়! তাই অন্য সিজনে ত্বকের যত্ন না নেওয়া হলেও শীতকালে কিন্তু নিয়ম করেই সবাই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে। এমনকি ছেলেরাও! আসলে কেউই তো চাইবে না যে স্কিন রুক্ষ-শুষ্ক দেখাক। চলুন এক নজরে দেখে নেই এই সিজনে ত্বকের যত্নে কী কী প্রয়োজন-

অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার

লিমিটেড বাজেটে কীভাবে প্রোপারলি স্কিন ও বডি কেয়ার করা যায়, সেটা অনেকেই জানতে চান। আজ যে প্রোডাক্টগুলো সাজেস্ট করবো সেগুলো একদম বাজেট ফ্রেন্ডলি। চলুন তাহলে একটু ডিটেইলসে জেনে নেই।

অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার

ময়েশ্চারাইজিং শাওয়ার জেল 

শীতকালে গোসল করতে একটু অনীহা লাগে সবারই, তাই না? কিন্তু স্কিনকে প্রোপারলি ক্লিন রাখতে ও সুস্থ থাকতে কুসুম গরম পানি দিয়ে রেগুলার শাওয়ার নেওয়া উচিত। যেহেতু এই সিজনে স্কিন ড্রাই ও রাফ হয়ে যায়, তাই আপনার প্রয়োজন এমন একটি শাওয়ার জেল যা স্কিনকে ক্লিন করার পাশাপাশি নারিশমেন্টও প্রোভাইড করবে। Rajkonna Moisturizing Shower Gel হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। ৩৩০ মি.লি. পরিমাণের এই শাওয়ার জেল পেয়ে যাচ্ছেন একদম সাশ্রয়ী মূল্যে। এতে আছে আরগান অয়েল ও রোজ এক্সট্র্যাক্ট যা স্কিনের ময়েশ্চার লক করে এবং প্রতিবার শাওয়ারে আপনাকে দেয় রিফ্রেশিং ফিলিং। এতে প্যারাবেন ও অ্যালকোহল নেই, তাই ব্যবহার করুন নিশ্চিন্তে। এছাড়াও রিজনেবল প্রাইসে NIVEA Female Shower Gel Frangipani & Oil, Dove Deeply Nourishing Body Wash, Palmolive Limited Edition Cheerful Smile Shower Gel এগুলো ট্রাই করতে পারেন।

বডি লোশন 

শীতকালের মোস্ট অ্যাসেনশিয়াল বডি কেয়ার প্রোডাক্ট হলো লোশন। বডি লোশন ছাড়া তো উইন্টার স্কিনকেয়ার ইনকমপ্লিট, তাই না? কম বাজেটের মধ্যে ডিপ ময়েশ্চারাইজিং ও ব্রাইটেনিং বডি লোশন খুঁজছেন? তাহলে আপনার জন্য ওয়ান অফ দ্যা বেস্ট অপশন হচ্ছে Rajkonna Brightening Body Lotion Super Moisture। কারণ এতে আছে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস যা স্কিনের ময়েশ্চার লক করে ৪৮ ঘন্টা পর্যন্ত স্কিনকে রাখে সফট আর হাইড্রেটেড। ৩০০ মি.লি. পরিমাণে থাকে, একা ব্যবহার করলে একটি লোশন দিয়ে আপনি উইন্টার সিজন পার করতে পারবেন। ‘রাজকন্যা’ ব্র্যান্ডের আরেকটি লোশন আছে Rajkonna Brightening Body Lotion Super Radiant, যা বডির স্কিন ব্রাইট করতে দারুণ কাজ করে। আপনার কনসার্ন অনুযায়ী যেকোনো একটি বেছে নিন।

অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার

অলিভ অয়েল

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে ম্যাজিকের মতো কাজ করে অলিভ অয়েল। সারা বছরই অলিভ অয়েল ব্যবহার করা যায়, শীতকালে তো এর ডিমান্ড আরও বেড়ে যায়। যুগ যুগ ধরেই রূপচর্চায় জলপাই তেলের ব্যবহার হয়ে আসছে। আমি স্কিন ও হেয়ার কেয়ারে ন্যাচারাল ও অরগানিক প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করি। Rajkonna Olive Oil আমার হলিগ্রেইল প্রোডাক্ট। এই অয়েলটি নন-স্টিকি, লাইট ওয়েট এবং ১২০ মি.লি. পরিমাণে থাকে। দামটাও একদম সাধ্যের মধ্যে! একটু ভালো বাজেটে কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিনতে চাইলে ট্রাই করুন Skin Cafe Organic Extra Virgin Olive Oil

অলিভ অয়েল

 

ক্লেনজার বা ফেইস ওয়াশ 

শীতকালে স্কিনকেয়ার করতে আলসেমি লাগে, খুবই স্বাভাবিক। কিন্তু যতই আলসেমি লাগুক, ক্লেনজিং কোনোভাবেই স্কিপ করা যাবে না! হেলদি ও ফ্রেশ স্কিন পেতে হলে স্কিন টাইপ অনুযায়ী ফেইস ওয়াশ বা ক্লেনজার ইউজ করতে হবে। যেহেতু এই সময় স্কিন বেশ ড্রাই ফিল হয়, তাই এমন প্রোডাক্ট সিলেক্ট করুন যা ত্বককে সফট ও ময়েশ্চারাইজড রাখবে, আবার প্রোপারলি ক্লিনও করবে। ড্রাই স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলি অপশনস হচ্ছে Rajkonna Glow Booster Facial Wash With Jojoba Beads, Panam Care Daily Face Wash Beetroot Extract। ফেইস ক্লিন করার পর একদমই ড্রাই ফিল হবে না, স্কিন সফট ও গ্লোয়ি থাকবে।

শীতকালে স্কিনকেয়ার

হাইড্রেটিং টোনার

বেসিক স্কিনকেয়ারের যে স্টেপটি আমরা কম বেশি সবাই ইগনোর করি, সেটা হচ্ছে টোনিং। এই সিজনে ডিহাইড্রেটেড ও রাফ স্কিনের সল্যুশনে আপনার বিউটি রুটিনে ইনক্লুড করুন হাইড্রেটিং টোনার। টোনার স্কিনের পি এইচ লেভেল ব্যালেন্স করে এবং ড্যামেজ স্কিন রিপেয়ারে হেল্প করে। তাই ক্লেনজিং এর পর টোনিং করতে ভুলবেন না! Skin Cafe Floral Hydrating Toner আমার মোস্ট ফেবারিট। এতে আছে ফ্লোরাল এক্সট্র্যাক্ট ও নিয়াসিনামাইড যা অল স্কিন টাইপসেই স্যুট করবে। ১১০ মি.লি. পরিমাণের এই টোনারটি পেয়ে যাচ্ছেন একদম সাশ্রয়ী মূল্যে।

হাইড্রেটিং টোনার

 

ময়েশ্চারাইজার

শীতে এই একটি কাজ কেউই মিস করেন না, সেটা হচ্ছে ফেইসে ময়েশ্চারাইজার বা ক্রিম লাগানো! স্কিন এতটাই শুষ্ক আর টানটান লাগে যে প্রয়োজনের তাগিদেই ময়েশ্চারাইজিং করতে হয়। অনেকে হেভি ক্রিমি প্রোডাক্ট পছন্দ করেন না। কম বাজেটে লাইট ওয়েট ও ফাস্ট অ্যাবসর্বিং ফর্মুলার ময়েশ্চারাইজার প্রিফার করলে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে Rajkonna Light Moisturizer with Rice Water and licorice Extract। মিড বাজেটে Lilac Brightening Moisturiser, Simple Kind to Skin Replenishing Rich Moisturizer এগুলো ট্রাই করতে পারেন।

কম বাজেটে লাইট ওয়েট ময়েশ্চারাইজার

লিপবাম

শীতকাল আসলেই ঠোঁট হয়ে যায় শুষ্ক আর কালচে! লিপস দীর্ঘক্ষণ ময়েশ্চারাইজড রাখার পাশাপাশি সূর্যের ক্ষতিকর ইউ ভি রশ্মি থেকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন SPF 15 যুক্ত লিপবাম। আমার পছন্দ Lilac Premium Lip Balm যার আছে ৪টি ডিফারেন্ট ফ্লেবার। এতে আছে ময়েশ্চার প্রোপারটিজ ও সান প্রোটেকশন ফ্যাক্টর, যা ঠোঁটের কালচেভাব ও শুষ্কতা দূর করে। এছাড়াও Vaseline Lip Therapy, Nivea Original Care Lip Balm এগুলো ট্রাই করতে পারেন।

অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার

অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার অ্যাসেনশিয়ালস এর লিস্ট দেখে নিলেন। এই শীতে ত্বক থাকুক যত্নে! অনলাইনে অথেনটিক স্কিনকেয়ার প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি। স্কিনকেয়ার রেঞ্জের পাশাপাশি হেয়ার কেয়ার, মেকআপ, পারসোনাল হাইজিন প্রোডাক্টস সবই পেয়ে যাবেন এই একটি প্ল্যাটফর্মেই। ভালো থাকুন, সুন্দর থাকুন।

 

ছবি- সাজগোজ

The post অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার | এই শীতে রুক্ষ-শুষ্ক ত্বককে বলুন বাই বাই! appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles